নয়াদিল্লি: প্রথমে ৭.৪ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প। তার পরের ২৪-ঘণ্টা ধরে ১৪০টি "আফটারশক"।
মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা প্রদেশের হুয়াতুলকো শহরে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৫ জন মারা গিয়েছেন। কম্পনের তীব্রতায় প্রচুর বাড়ি ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে। আতঙ্কে হাজার হাজার মানুষ সব রাস্তায় নেমে আসেন। দেশের প্রেসিডেন্ট আন্দ্রে মানুয়েল লোপেজ ওব্রাদোর বলেন, কয়েকটি জায়গায় অল্প ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন ভূতত্ত্ববিদেরা জানিয়েছেন, প্রথম কম্পনটি অনুভূত হয় স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অনুভূত হয়। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ভূতল থেকে ২৬ কিলোমিটার গভীরে সান্তা মারিয়া থেকে ১২ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
কম্পনের তীব্রতা এতটাই ছিল যে তা গুয়াতেমালা থেকেও অনুভূত হয়।