কলকাতা: আহিরিটোলা ঘাটে ভেঙে পড়ল জেটি। বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা। আহত এক কর্মী। বেলা ১২টা নাগাদ জোয়ার আসায় আচমকাই জেটিটি ভেঙে পড়ে। যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। তবে জেটি ভেঙে আহত হন ভূতল পরিবহণ দফতরের এক কর্মী।