অসুস্থ লালুপ্রসাদ যাদব, 'অবস্থা স্থিতিশীল নয়'
web desk, ABP Ananda | 01 Sep 2019 10:58 AM (IST)
চিকিৎসকদের মতে, তাঁর দুটি কিডনিই ঠিকমতো কাজ করছে না। ৭১ বছরের লালুপ্রসাদ, রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন।
রাঁচি: গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব। তাঁর কিডনির অবস্থাও ভাল নেই। রক্তে শর্করার পরিমাণ ও ব্লাড প্রেসার ওঠানামা করছে। ৭১ এর লালুপ্রসাদ, রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তাঁর দুটি কিডনিই ঠিকমতো কাজ করছে না। এছাড়া ডিএফআরও নিম্নগামী। এছাড়াও অন্যকিছু সমস্যা দেখা দিয়েছে। মোটের উপর তাঁর অবস্থা যে মোটেই স্থিতিশীল নয়, সে-কথা জানিয়েছেন চিকিৎসক। তিনি খাওয়া-দাওয়াও কমিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। অন্যান্য শারীরিক সমস্যারও ইঙ্গিত দিয়েছেন ডাক্তাররা। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ২০১৭ সাল থেকে দুর্নীতির দায়ে এখনও অবধি কারাদণ্ড ভোগ করছেন অবিভক্ত বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব।