আমদাবাদ: লোহার রড দিয়ে শাশুড়িকে পিটিয়ে মেরে ফেলার অপরাধে গ্রেপ্তার হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গুজরাতের আমদাবাদে। অভিযুক্ত নিকিতা আগরওয়ালের বয়স ২৯ বছর। মাত্রই ১০ মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। ৫২ বছর বয়সী শাশুড়ি রেখা আগরওয়ালকে হত্যার অভিযোগে সোলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে নিকিতাকে।
গোটা নামক এলাকার রয়্যাল হোমসের ডি ব্লকের বাসিন্দা রেখা বাড়ির একতলায় থাকতেন স্বামী রামনিবাসের সঙ্গে। তাঁদের পুত্র দীপকের সঙ্গে পুত্রবধূ নিকিতা থাকতেন দোতলায়। গ্রানাইটের ব্যবসায়ী ছিলেন রামনিবাস। ব্যবসায় তাঁকে সাহায্য করতেন দীপক। কিছুদিন ধরে অসুস্থতার কারণে রামনিবাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার রাতের দিকে বাবাকে দেখার জন্য হাসপাতালে যান দীপক। তখনই তাঁদের বাড়ি থেকে অস্বাভাবিক চীৎকার শুনে প্রতিবেশীরা ফোন করে খবর দেন দীপককে। বাড়ি ফিরে ধাক্কাধাক্কি করে দরজা খুলে বাড়িতে ঢোকেন দীপক। দেখেন তাঁর মা মাটিতে নিথর শুয়ে, চারপাশে থইথই করছে রক্ত। একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ছিলেন নিকিতা।
পুলিশ জানাচ্ছে নিকিতা পাঁচ সপ্তাহের গর্ভবতী। বিয়ের পর থেকে শাশুড়ির সঙ্গে মাঝে মাঝেই ঝগড়া লেগে থাকত তাঁর। জানা যাচ্ছে, শাশুড়ি নিকিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেন। আগরওয়াল পরিবারের আদি বাড়ি রাজস্থানের পালিতে। দেড় বছর হল তাঁরা আমদাবাদের এই বাড়িটিতে এসেছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিয়ের পর ১ বছরও কাটল না, চরিত্রহীনতার বদনাম দেওয়ায় শাশুড়িকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল অন্তঃসত্ত্বা বধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2020 10:27 AM (IST)
জানা যাচ্ছে, শাশুড়ি নিকিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -