Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আজ তারা মায়ের আবির্ভাব দিবস, করোনা আবহেই তারাপীঠে শক্তির আরাধনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2020 07:11 AM (IST)
আজ তারা মায়ের আবির্ভাব দিবস। সেই উপলক্ষ্যে আজ তারাপীঠে হবে শক্তির আরাধনা। তবে করোনা আবহে ভক্তের সংখ্যা এবার অনেকটাই কম।
NEXT
PREV
কলকাতা: আজ তারা মায়ের আবির্ভাব দিবস। সেই উপলক্ষ্যে আজ তারাপীঠে হবে শক্তির আরাধনা। তবে করোনা আবহে ভক্তের সংখ্যা এবার অনেকটাই কম।
http://লোকগাথা অনুযায়ী আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব, করোনা পরিস্থিতিতে আজ তারাপীঠে চলছে বিশেষ পুজো https://bengali.abplive.com/videos/news/bengal-today-is-a-auspicious-day-for-tarapith-kali-temple-753533
লোকগাথা অনুযায়ী, আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব৷ কথিত আছে, পাল রাজত্বের সময়কালে স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয় দত্ত সওদাগর। সেই উপলক্ষে প্রতি বছরের মতো আজও তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন৷
ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ। আজ মন্দিরে মধ্যাহ্ণ অন্ন ভোগ হবে না।
কলকাতা: আজ তারা মায়ের আবির্ভাব দিবস। সেই উপলক্ষ্যে আজ তারাপীঠে হবে শক্তির আরাধনা। তবে করোনা আবহে ভক্তের সংখ্যা এবার অনেকটাই কম।
http://লোকগাথা অনুযায়ী আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব, করোনা পরিস্থিতিতে আজ তারাপীঠে চলছে বিশেষ পুজো https://bengali.abplive.com/videos/news/bengal-today-is-a-auspicious-day-for-tarapith-kali-temple-753533
লোকগাথা অনুযায়ী, আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব৷ কথিত আছে, পাল রাজত্বের সময়কালে স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয় দত্ত সওদাগর। সেই উপলক্ষে প্রতি বছরের মতো আজও তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন৷
ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ। আজ মন্দিরে মধ্যাহ্ণ অন্ন ভোগ হবে না।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -