নয়াদিল্লি: ফ্রান্সে একের পর এক জঙ্গি হামলার মাঝেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ। তিনি বলেছেন, মুসলমানদের ফরাসিদের ওপর রাগ করে লাখ লাখ ফরাসিকে খুন করার অধিকার আছে। তাঁর এই টুইট নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

ইসলাম নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিবাদে মুসলিম দেশগুলি ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে। এ নিয়ে ৯৫ বছর বয়সী মহাথির মহম্মদ একের পর এক টুইট করে বলেছেন, ফ্রান্স তাদের ইতিহাসে লাখো মানুষ খুন করেছে, মৃতদের মধ্যে অনেকেই ছিল মুসলিম। ইসলামি ধর্মগুরু মহম্মদের কার্টুন দেখানোর জেরে এক মুসলিম জঙ্গি জনৈক ফরাসি শিক্ষকের মাথা কেটে খুন করে। এই খুনের কার্যত সাফাই গেয়ে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, একজন মুসলমান হিসেবে খুন আমি সমর্থন করি না। তবে মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করলেও আমি মনে করি না, মানুষকে অপমান করাও তার মধ্যে পড়ে। কারও কাছে গিয়ে তাকে আপনি অভিশাপ দিতে পারেন না নিশ্চয়ই, কারণ আপনি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন।



ফরাসি প্রেসিডেন্টকে আক্রমণ করে মহাথির বলেছেন, ম্যাক্রোঁ সভ্য নয়। স্কুল শিক্ষককে খুনের জন্য় ও যেভাবে ইসলাম ধর্ম ও মুসলিমদের বদনাম করছে তা সেকেলে ধ্যানধারণা প্রসূত। ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।



এতেই থেমে না গিয়ে ফ্রান্সের পুরনো ইতিহাস ঘেঁটে মহম্মদ বলেছেন, মুসলমানদের ফরাসিদের খুন করার অধিকার রয়েছে। তাঁর কথায়, যে ধর্মেরই লোক হোক, মানুষ রেগে গেলে খুন টুন করে। ফরাসিরা তাদের ইতিহাসে বহু মানুষ মেরেছে। তাদের মধ্যে অনেকে ছিল মুসলিম। তাই মুসলিমদের রাগের অধিকার আছে, অতীতের গণহত্যার জন্য লাখো লাখো ফরাসিকে খুন করার অধিকার আছে।


কিন্তু মুসলিমরা এখনও পর্যন্ত চোখের বদলে চোখ নীতি নিয়ে চলেনি, তাঁর দাবি। যদিও পরে তাঁর টুইট ডিলিট করে দেয় টুইটার।



একজন রেগে গিয়ে যা করেছে, সে জন্য আপনারা যেহেতু সমস্ত মুসলমানকে ও তাদের ধর্মকে দোষী করছেন, তাহলে মুসলমানদেরও ফরাসিদের শাস্তি দেওয়ার অধিকার রয়েছে। ফরাসিরা এতদিন যত সব অন্যায় করেছে তার জন্য তাদের পণ্য বয়কট যথেষ্ট শাস্তি নয়। টুইট শেষ করেছেন মহম্মদ।