নয়াদিল্লি: আমদাবাদের বিমান বিপর্যয়ের ঘটনায় DNA ম্যাচিংয়ের পর ৪২ জনের দেহ সনাক্ত করা হয়েছে। পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিমান বিপর্যয়ের মৃতদের দেহ। তবে আমদাবাদের বিমান বিপর্যয়ের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। 

আরও পড়ুন, পুণেয় ভেঙে পড়ল সেতু, মৃত একাধিক, আহত বহু, ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা, মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে !

টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যে কীভাবে বিপর্যয়? আজ বৈঠকে উচ্চ পর্যায়ের কমিটিও

আমদাবাদে বিমান বিপর্যয়ের ৩ দিন, এখনও কারণ নিয়ে ধোঁয়াশা। টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যে কীভাবে বিপর্যয়? বিপর্যয়স্থলে বোয়িংয়ের টেকনিক্যাল টিম। একটানা ১৩,৫৩০ কিমি উড়তে সক্ষম ড্রিমলাইনার। ককপিটে ছিলেন ২ অভিজ্ঞ পাইলট, তারপরেও কীভাবে দুর্ঘটনা? পরীক্ষা করে দেখা হচ্ছে বিমানের ব্ল্যাক বক্স। আজ বৈঠকে বসছে উচ্চ পর্যায়ের কমিটিও। ধ্বংসস্তূপ আমদাবাদের মেঘানিনগরের BJ মেডিক্যালের হস্টেল । মেঘানিনগরে এখনও চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ। আমদাবাদ সিভিল হাসপাতালে স্বজনহারাদের ভিড়। DNA ম্যাচিংয়ের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেহ।

 ধ্বংসস্তূপ থেকে যা উদ্ধার হচ্ছে, তা আর চেনার মতো অবস্থায় নেই

আমদাবাদে বিমান বিপর্যয়ে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বিমানে থাকা ২৪১ জন-সহ ২৭৯ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা AFP সূত্রে খবর। এখনও ঘটনাস্থল থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ, দেহাংশ। শনিবার দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে NSG, NDRF, বায়ুসেনা, ফরেন্সিক টিম, ফায়ার রেসকিউ ফোর্স, DGCA, CISF এবং এয়ারক্র্যাফট অ্য়াক্সিডেন্ট ইনটেলিজেন্স ব্যুরোর টিম। ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিয়েছে ছেলে ও পুত্রবধূকে। চোখের জল বাঁধ মানছে না। এরকমই হাহাকার এখন সারা দেশের অসংখ্য় পরিবারে। কাছের মানুষকে তো হারিয়েছেনই। তাদের দেহটাও শেষবারের মতো দেখতে পাবেন না। কারণ, আমদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পর ৩ দিন পরও ধ্বংসস্তূপ থেকে যা উদ্ধার হচ্ছে, তা আর চেনার মতো অবস্থায় নেই।

চতুর্দিকে পড়ে রয়েছে মৃতদেহ

বৃহস্পতিবার দুপুর, অন্য় দিনের মতো স্বাভাবিক ছন্দেই ছিল আমদাবাদের মেঘানিনগরে B J মেডিক্যাল কলেজের হস্টেল। দুপুরে ক্য়ান্টিনে খেতে বসেছিলেন অনেকে। সেই সময়ই আকাশ থেকে মৃত্য়ু হয়ে নেমে আসে বিশাল বিমালটা। সেই মুহূর্তের ঠিক পরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চতুর্দিকে পড়ে রয়েছে মৃতদেহ। শোনা যাচ্ছে আতঙ্কিত মানুষের আর্ত চিৎকার। প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা। কেউ হাত লাগিয়েছেন উদ্ধারকাজে। ছাদের ওপর এখনও গেঁথে রয়েছে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের ভাঙা অংশ।