নয়াদিল্লি : " যতক্ষণ না চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ কোনও সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। আমদাবাদ-লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে Aircraft Accident Investigation Bureau-এর প্রাথমিক রিপোর্ট নিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অসামরিক পরিবহনমন্ত্রী কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু। তিনি সাংবাদিকদের বলেন, "আমার মনে হয় না, এই বিষয়ে আমাদের কোনও সিদ্ধান্তে পৌঁছানো উচিত। আমি বিশ্বাস করি, আমাদের কাছে সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে চমৎকার পাইলট এবং ক্রু কর্মী রয়েছেন। দেশের পাইলট এবং ক্রুরা যে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ, তাঁরা হলেন অসামরিক বিমান চলাচলের মেরুদণ্ড। তাঁরা অসামরিক বিমান চলাচলের প্রাথমিক সম্পদ। আমরা পাইলটদের কল্যাণ এবং সুস্থতারও যত্ন নিই। তাই আসুন এই পর্যায়ে কোনও সিদ্ধান্তে না গিয়ে চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করি।" তাঁর সংযোজন, "অনেক টেকনিক্যাল বিষয় জড়িয়ে রয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে কোনও মন্তব্য করা অপরিণতর কাজ হবে। প্রাথমিক রিপোর্ট চলে এসেছে, কিন্তু সুনির্দিষ্ট কিছু আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।"
এদিন অসামরিক বিমান পরিবহনের প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল মন্তব্য করেছেন, দুই পাইলটের কথোপকথনের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না। কারণ, খুব অল্প কথা হয়েছে তাঁদের মধ্যে। কেন্দ্রীয়মন্ত্রীর কথায়, "কারো নাক গলানো ছাড়াই তদন্ত করেছে Aircraft Accident Investigation Bureau। আমরা বিদেশে ব্ল্যাক বক্সও পাঠাইনি। আমাদের দেশেই ডিকোড করা হয়েছে। শুধুমাত্র পাইলটদের কথার ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কারণ, খুব অল্প কথা হয়েছে তাঁদের।"
কী কারণে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছিল আমদাবাদে ? এক মাস পর সামনে এল আমদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। অন্তত ২৭০ জন মানুষের প্রাণ চলে যাওয়ার পিছনে আসল কারণ কী ছিল ? তা নিয়ে দুর্ঘটনার পরই নানা পর্যবেক্ষণ উঠে আসে। কিন্তু, প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, ইঞ্জিনের জ্বালানি সুইচ 'RUN' থেকে 'CUTOFF'-এ চলে গিয়েছিল। বিমান উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই এই অবস্থা হয়। শনিবার ১৫ পাতার এই রিপোর্ট প্রকাশ করে Aircraft Accident Investigation Bureau (AAIB)। এরাই ঘটনার তদন্ত করছে। ককপিট ভয়েস রেকর্ডিংয়ে শোনা গেছে, এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞাসা করছেন, "Why did you cut off?" অর্থাৎ কেন জ্বালানি সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হল তা জানতে চান তিনি। অপর পাইলট উত্তরে জানান, তিনি তা করেননি। কিন্তু, কী এই CUTOFF ব্যবস্থা ? এর অর্থ, বিমানের জ্বালানি সরবরাহ বন্ধ হওয়া। উড়ানের সঙ্গে সঙ্গেই যদি তা হয়, তাহলে তার পরিণতি সহজেই অনুমান করা যায়।