নয়াদিল্লি: রাশি রাশি ধন মজুত তাঁদের ভাঁড়ারে। এক একজনই চালাতে পারেন গোটা বিশ্ব সংসার (Artificial Intelligence)। দুনিয়ার সর্বসুখ যে হাতের মুঠোয়, বোঝা যায় চেহারা দেখেই। কিন্তু একডাকে যাঁদের চেনে গোটা বিশ্ব, বিশ্বের সেই তাবড় ধনকুবেরদের নুন আনতে পান্তা ফুরনো অবস্থা যদি হত, তাঁদের চেহারায় তার কী ছাপ পড়ত, কৃত্রিম মেধার দৌলতে এ বার টের পাওয়া গেল তা-ও (AI Artist)।


কৃত্রিম মেধার কারিকুরি দেখে ইতিমধ্যেই তাজ্জব নেটদুনিয়া


আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম মেধার কারিকুরি দেখে ইতিমধ্যেই তাজ্জব নেটদুনিয়া। মহাত্মা গান্ধী, মাদার টেরেসার সেলফি থেকে মার্ক জুকারবার্গ, ইলন মাস্কদের মডেল হিসেবে পেশ করে নজর কেড়েছে। এ বার তুলির টানে বিশ্বের তাবড় ধনকুবেরকে হতদরিদ্র হিসেবে তুলে ধরেও তাক লাগিয়ে দিল প্রযুক্তি।


শিল্পী গোকুল পিল্লাই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। প্রাসাদ নয়, বিশ্বে তাববড় ধনকুবেড় বস্তিবাসী হলে, কেমন হত তাঁদের চেহারা, নিজের কল্পনায় ফুটিয়ে তুলেছেন তিনি। আর তাতেই সাড়া পড়ে গিয়েছে। কারণ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মুকেশ আম্বানি, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফে, জেফ বেজোস, ইলন মাস্ক, কাউকেই হত দরিদ্র করে তোলা থেকে বিরত থাকেননি তিনি।



আরও পড়ুন: 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের হিসেব হয় কীভাবে , 'পে-ম্যাট্রিক্স' আসলে কী ?


নিজের শিল্পকর্ম তুলে ধরে তার সঙ্গে ইঙ্গিতপূর্ণমন্তব্য করেছেন গোকুল। অস্কারজয়ী ছবির উল্লেখ করে  তিনি লেখেন, ‘স্লামডগ মিলিয়নেয়ার্স। তালিকা থেকে কেউ বাদ পড়লেন কি’? গোকুলের এই সৃষ্টি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। এই হাত, ওই হাত ঘুরছে তাঁর শিল্পকর্ম এবং ক্যাপশনও।


শিল্পকর্মে টেসলা কর্তা মাস্ক ব্যাতিক্রমী রয়ে গিয়েছেন বলে মত অনেকের


গোকুল যে রূপে তুলে ধরেছেন ধনকুবেরদের, তাতে বস্তির মাঝে ময়লা, শতচ্ছিন্ন কাপড় পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তবে তার মধ্যেও টেসলা কর্তা মাস্ক ব্যাতিক্রমী রয়ে গিয়েছেন বলে মত অনেকের। তাঁদের মধ্যে গরিব সাজিয়ও মাস্কের চেহারা থেকে জৌলুস কেড়ে নেওয়া যায়নি। এর আগে, 'মেটা'র কর্ণধার জুকারবার্গকে মডেল সাজিয়ে সাড়া ফেলে দিয়েছিল কৃত্রিম মেধা।