নয়াদিল্লি: শিশুদের উপর কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের ট্রায়াল শুরু হল এইমসে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের উপর। 


দেশের যেসব কেন্দ্রে ১৮ বছরের কম বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে তার মধ্যে অন্যতম দিল্লির এইমস। সূত্রের খবর, সংশ্লিষ্ট বয়সের শিশুদের শরীরে ইতিমধ্যেই ভ্যাকসিনের একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, ১৮ বছরের কম বয়সি শিশু, কিশোরদের প্রত্যেকের পরীক্ষামূলক প্রয়োগ শেষ হলে ট্রায়ালের ফল পাওয়া যাবে। বয়সের ভিত্তিতে তিন ভাগে ভাগ করে এই ট্রায়াল হচ্ছে বলে জানা গিয়েছে।  


জানা গিয়েছে, দেশের মোট ৫২৫ জন শিশুকে বেছে নেওয়া হয়েছে এই ট্রায়ালের জন্য। ১৭৫ জন করে ৩টি দলে ভাগ করা হয়েছে। একটি দলে রয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীরা, দ্বিতীয় দলে রয়েছে ৬ থেকে ১২ বছর বয়সীরা এবং আরেকটি দলে রয়েছে ২ থেকে ৬ বছর বয়সীরা। তাদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়ার কথা। ট্রায়ালের ফল দেখার পর শিশুদের উপর তা প্রয়োগ করা হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে নেওয়া হবে।


উল্লেখ্য, মে মাসে ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। সূত্রের খবর, সংশ্লিষ্ট বয়সে বিভাগে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক। ১১ মে একটি বৈঠকের পর সব রকম নিয়ম মেনে ২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর আগে ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে অনুমোদন চেয়েছিল ভারত বায়োটেক। কীভাবে এই কাজ হবে তার প্রটোকল জানাতে বলা হয়েছিল সংস্থাকে। এরপর গত মাসে প্রথম ডোজের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এই সংস্থা।