সুজিত মণ্ডল, কল্যাণী: লটারিতে এক কোটি টাকা দিতেছেন। কিন্তু, সেই টিকিট শ্বশুরবাড়ির সদস্যরা চুরি করে নিয়েছেন। এই দাবিতে কল্যাণী থানায় অভিযোগ ভ্যান চালকের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। লটারির টিকিট চুরির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


লটারিতে টাকা পেয়ে মাথা ঘুরে গিয়েছিল, ‘ভানু পেল লটারি’র ভানু চিত্রকরের। এত টাকা দিয়ে কী করবেন, বুঝতে পারছিলেন না। বাস্তবেও কল্যাণীর বাসিন্দা পেশায় ভ্যানচালক তাপস দাসের একই সমস্যা। কী করবেন এত টাকা নিয়ে, সেই সব ভেবে যখন মনে মনে হিসেব-নিকেশ করছিলেন। তাঁর দাবি, তখনই বিপত্তি বাড়িয়েছেন শ্বশুর বাড়ির লোকেরা। এক কোটি টাকা জেতা লটারির টিকিট চুরির অভিযোগে শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাপস।


গত ১৬ জুলাই, লটারি কেটেছিলেন পেশায় এই ভ্যানচালক। তাঁর দাবি, পরের দিন টিকিটের রেজাল্ট মেলাতে গিয়ে দেখেন, তিনি প্রথম পুরষ্কার ১ কোটি টাকা জিতেছেন। বাড়ি ফিরে স্ত্রীকে বিষয়টি জানান। ওই দিন রাতেই শ্বশুরবাড়িতে যান তাপস। তাঁর অভিযোগ, পরের দিন, জানতে পারেন তাঁর লটারির টিকিটটি উধাও। তাপস রায় জানান, শনি ও রবিবার পরপর দু’দিন ব্যাঙ্ক বন্ধ ছিল। লটারিতে পাওয়া টাকা পাওয়ার সোমবার ব্যাঙ্কে যাওয়ার কথা ছিল তাপস রায়ের। অভিযোগ, রবিবার রাতেই উধাও হয়ে যায় তাঁর কোটি টাকার লটারি টিকিট।


তাপসের অভিযোগ, রবিবার রাতে শ্বশুরবাড়ির পাশে অন্য একটি বাড়িতে সপরিবারে শুয়েছিলেন তাঁরা। সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, ঘরে থাকা তালাবন্ধ ট্রাঙ্ক ভেঙে লটারির টিকিট-সহ সমস্ত নথি চুরি হয়ে গিয়েছে। তবে জামা-কাপড়, সামান্য কিছু টাকা ট্রাঙ্কে ছি। অথচ ট্রাঙ্ক উধাও লটারির টিকিট। এরপরই, শ্বশুরবাড়ির পাঁচ সদস্যের বিরুদ্ধে লটারির টিকিট চুরির অভিযোগে কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন তিনি। কল্যাণী থানা সূত্রে দাবি, ৫ জনের বিরুদ্ধে লটারির টিকিট চুরির অভিযোগ হয়েছে। কী হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।