হায়দরাবাদ: হ্যাকার হামলার জের। এবার এআইএমআইএম-এর অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে অন্য মুখ্। প্রোফাইল পিকচারে চলে এল টেসলার সিইও এলোন মাস্কের ছবি। সাম্প্রতিককালে এই নিয়ে দু'বার হ্যাকার হানার মুখে পড়ল ওয়েইসির দল।


রবিবার দুপুর ১টা নাগাদ হ্যাকার হানার শিকার হয় অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর ট্যুইটার অ্যাকাউন্ট। তবে এই প্রথমবার নয়। ৯দিন আগেও হ্যাক হয়েছিল দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সেবারও ট্যুইটার অ্যাকাউন্টের ওপর হানা দিয়েছিল হ্যাকাররা। পরবর্তীকালে ট্যুইটারের সঙ্গে যোগাযোগ করলে ঠিক করে দেওয়া হয় অ্যাকাউন্ট। এবার ফের সেই হ্যাকার হানার মুখে পড়ল অ্যাকাউন্ট। সংবাদসংস্থা পিটিআইকে এমনই জানিয়েছেন দলের এক মুখপাত্র।


দলের তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনার পর নতুন করে অ্যাকাউন্ট থেকে কোনও ট্যুইট করা হয়নি। সোমবার এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবে দল। বর্তমানে মিমের এই ট্যুইটার অ্যাকাউন্টে ৬.৭৮ লক্ষ ফলোয়ার রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে, আগামী বছরই উত্তরপ্রদেশ নির্বাচন। ইতিমধ্যেই যোগীর রাজ্যে নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আসাদউদ্দিন ওয়েইসির দল। তারই মধ্যে বার বার এই ধরনের ঘটনা ঘটছে মিমের সঙ্গে।


গত মাসেই দলের রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে আনে AIMIM। দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি জানান, উত্তরপ্রদেশ নির্বাচনে ১০০ আসনে লড়বে তাঁর দল। তবে একা সেখানে লড়বে না দল। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ও ভাগিদারি সংকল্প মোর্চার সঙ্গে জোট করে নির্বাচনী যুদ্ধে নামবে মিম।


ইউপির রাজনৈতিক চিত্র বলছে, উত্তরপ্রদেশে ওমপ্রকাশ রাজভর-এর নেতৃত্বে লড়বে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। ছোট কিছু দল নিয়ে লড়বে ভাগিদারি সংকল্প মোর্চা। সম্প্রতি ইউপির পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে ওয়েইসির দল। অখিলেশ যাদবের কেন্দ্র আজমগড় ছাড়াও  উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের গড় প্রয়াগরাজেও ছাপ রেখেছে মিম। ২০১৫ সালে জেলা পঞ্চায়েত নির্বাচনে চারটে আসন পেয়েছিল দল। এবার পঞ্চায়েত পোলে সেই গ্রাফ বেড়েছে। যা স্বাভাবিকভাবেই অক্সিজেন জুগিয়েছে ওয়েইসির দলকে।