কলকাতা: গড়িয়াহাটে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, রাস্তার কুকুরদের খাওয়াতে যাওয়ায়, প্রতিদিনই শুনতে হচ্ছে কটূক্তি। কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।
মহিলা আইনজীবীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় তৃণমূল কর্মী বলে দাবি করেছেন গড়িয়াহাটের বাসিন্দা আইনজীবী মহিলা। ঠিক কী ঘটেছে? পুলিশ সূত্রে খবর, ওই আইনজীবী মহিলা নিয়মিত রাস্তার কুকুরদের খাওয়াতে যান। মহিলার অভিযোগ, তাঁকে দেখলেই কটূক্তি করে ও কু প্রস্তাব দেয় পাড়ারই বাসিন্দা খোকন সর্দার।
এ প্রসঙ্গে অভিযোগকারিণী আরও জানিয়েছেন, 'আমি রাস্তায় কুকুরদের খাওয়াতে গেলেই কটূক্তি করে, কু প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে আমি আতঙ্কিত।' যদিও অভিযুক্ত এই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্ত খোকন সর্দারের দাবি, 'আমি এ সব করিনি। হয়ত উনি অন্য কোনও উদ্দেশে এ সব অভিযোগ করছেন।' গত ১১ জুলাই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ সূত্রে দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। অভিযোগের তদন্ত হচ্ছে। মহিলার দ্রুত জবানবন্দি নেওয়ার ব্যবস্থা হবে।
এর আগে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রত্য়ূষা পালকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগও ওঠে। অভিনেত্রীর অভিযোগ ছিল এক বছর আগে ইমেলে অভিযোগ জানানো হলেও এখনও অধরা অভিযুক্ত। এরপর জুলাই-এর শুরুতে এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই তথ্যপ্রযুক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। ধর্ষণের হুমকি মামলার তদন্ত শুরু করে পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে যে অ্যাকাউন্ট থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল সেই অ্যাকাউন্ট ও মেসেজগুলির স্ক্রিনশটও পেশ করা হয়েছে পুলিশ আধিকারিকদের কাছে। অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হয়। তদন্তকারীরা মূলত তিনটি বিষয় জানার চেষ্টা করেন। প্রথম, কে বা কারা এই ধর্ষণের হুমকির পিছনে রয়েছে। সে বা তারা প্রত্যূষার পরিচিত বা অনুরাগী কিনা। পুরনো কোনও শত্রুতার বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়।