নয়া দিল্লি :  ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি শুক্রবার সকালে।  এবার তাইল্যান্ডে জরুরি অবতরণ করানো বল একটি বিমানের। গত কাল ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আজ ফের আতঙ্ক এয়ার ইন্ডিয়ার বিমানে। বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করনো হল এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে। ফুকেত থেকে দিল্লি আসছিল বিমানটি। আকাশে ওড়ার পর বোমাতঙ্ক ছড়ায় বিমানে। বিমানবন্দরে ফেরানো হয় যাত্রীবাহী বিমানটিকে।

১৫৬ যাত্রী ছিলেন ওই বিমানে। কোনও ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করানো হয়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে তল্লাশি করা হয়। সকাল ৯.৩০-এ ফুকেট থেকে দিল্লির উদ্দেশে ওড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি।  কিছুক্ষণ পরেই বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করানো হয়।