Vikrant Massey: আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার ২৪১ জন যাত্রী মারা গিয়েছেন। তাদের মধ্যে ছিলেন সেই বিমানের (Ahmedabad Plane Crash) কো-পাইলট তথা ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দরও। আর ক্লিভ কুন্দরের (Clive Kundar) মৃত্যুতেই শোকস্তব্ধ অভিনেতা বিক্রান্ত ম্যাসি সমাজমাধ্যমে একটি পোস্ট দেন যা থেকে ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল যে ক্লাইভ কুন্দর বিক্রান্তের (Vikrant Massey) খুড়তুতো ভাই। এবার সেই জল্পনা ও ভুল তথ্য এড়াতে নিজেই খোলসা করলেন বিক্রান্ত ম্যাসি। ইনস্টাগ্রামের স্টোরিতে স্পষ্ট জানালেন যে আমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত ক্লাইভ কুন্দর তাঁর ভাই নয়, বরং পারিবারিক বন্ধু। অনেকেই তাঁর প্রথম ইনস্টা পোস্ট দেখে ক্লাইভ কুন্দরকে বিক্রান্তের ভাই বলে ভুল করেছিলেন।
বিক্রান্ত জানান, ক্লিভ কুন্দর তাঁর ভাই নন
বিমান দুর্ঘটনার কথা জানতে পেরেই প্রাথমিকভাবে বিক্রান্ত ম্যাসি একটি ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছিলেন যেখানে লেখা ছিল যে তাঁর কাকা ক্লিফোর্ড কুন্দরের ছেলে ক্লাইভ কুন্দরও সেই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন। যদিও সেই রাতেই পরে এই ঘটনা নিয়ে আরও স্বচ্ছতা দিতে আরেকটি স্টোরি পোস্ট করে খোলসা করেন অভিনেতা। তিনি সেই ইনস্টাগ্রামের স্টোরিতে লেখেন, 'সংবাদমাধ্যম এবং অন্যান্য ক্ষেত্রের সমস্ত বন্ধুরা, দুর্ভাগ্যজনকভাবে যে ক্লাইভ কুন্দর মারা গিয়েছেন, তিনি আমার খুড়তুতো ভাই নন। কুন্দররা আমাদের পারিবারিক বন্ধু। অনুরোধ করব আগামীতে এরকম কোনও অনুমানমূলক তথ্য প্রকাশ পাবে না, তাদের পরিবার ও প্রিয়জনদের নির্বিঘ্নে শোকপালন করতে দিন'।
এর আগে বৃহস্পতিবার আমেদাবাদের বিমান দুর্ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বিক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছিলেন সমাজমাধ্যমে। সেই পোস্টে তিনি লেখেন, 'আজ আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও প্রিয়জনদের জন্য আমার হৃদয় শোকস্তব্ধ। আরও বেশি কষ্ট হচ্ছে এটা জেনে যে আমার কাকা ক্লিফোর্ড কুন্দর তাঁর পুত্র ক্লাইভ কুন্দরকে হারিয়েছেন এই দুর্ঘটনায়। তিনি সেই দুর্ভাগ্যজনক বিমানে কর্মরত ফার্স্ট অফিসার ছিলেন।'
এই আবেগতাড়িত পোস্টে নিজের রক্তের সম্পর্কের মানুষকে হারানোর বেদনা আরও দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। এই পোস্টকে ঘিরেই সংবাদমাধ্যমগুলিতে সংবাদ প্রকাশিত হতে থাকে। আর তাই সেদিন সন্ধের দিকেই অভিনেতা বিক্রান্ত ম্যাসি বিষয়টি খোলসা করতে আরেকটি পোস্ট দেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
২৪১ জন নিহত, ১ জন জীবিত – এখনও চলছে তদন্ত
লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে ২৪২ জন আরোহী ছিলেন যার মধ্যে ছিলেন ২ জন বিমানচালক, আর ১০ জন কেবিন ক্রু সদস্য। আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণ পরেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। একমাত্র একজন যাত্রী বেঁচে ফিরেছেন এই ভয়াবহ দুর্ঘটনা থেকে। রিপোর্ট অনুসারে বিমানের চালক ক্যাপ্টেন সুমিত সবরওয়াল মে-ডে কল দেওয়ার পরেই বিমানটি ভেঙে পড়ে।