নয়াদিল্লি: লাগেজ কেয়ার নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই অভিযোগ লেগেই থাকে বিমান যাত্রীদের। মূলত লাগেজ পাসিংয়ে, 'ছুঁড়ে ফেলার' দৃশ্য ক্যামেরাবন্দি করে অভিযোগ তুলে থাকেন তাঁরা। তবে এদিন যে অভিযোগ উঠেছে, তা আরও গুরুতর। একে বিমান বিপর্যয়ের সঙ্গে একের পর এক যান্ত্রিক ত্রুটির খবর আসছে দেশজুড়ে। তারই মাঝে আবারও অভিযোগ তুললেন সেই এয়ার ইন্ডিয়ার যাত্রীরাই। এদিন পাটনা বিমানবন্দরে নেমে নিজেদের লাগেজ না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।

আরও পড়ুন, ভাতা-নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দুর, '১১ সাল থেকেই উনি অবৈধ কাজ করেন..' !

এয়ার ইন্ডিয়ার বিমানের লাগেজ নিয়ে বিক্ষোভ যাত্রীদের

ফের বিমানযাত্রায় ক্ষোভ। পাটনা বিমানবন্দরে ছড়িয়েছে উত্তেজনা। এয়ার ইন্ডিয়ার বিমানের লাগেজ নিয়ে বিক্ষোভ যাত্রীদের। এদিন বেঙ্গালুরু থেকে পাটনা নামে বিমান। ৪ নম্বর বেল্টে লাগেজ আসার ঘোষণা করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এদিকে ৪ নম্বর বেল্টে গিয়েও মেলেনি লাগেজ। লাগেজ না পেয়ে  শেষঅবধি ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

এয়ার ইন্ডিয়ার একের পর এক উড়ানে বিপত্তি

এয়ার ইন্ডিয়ার একের পর এক উড়ানে বিপত্তি ঘটেই চলেছে। গত মঙ্গলবারই এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান বাতিল হয়। যার জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয় বিমানযাত্রীদের। আমদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। এই ঘটনার পরও এয়ার ইন্ডিয়ার একের পর এক উড়ানে বিপত্তি ঘটেই চলেছে।

কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল

গত মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান বাতিল হয়।ওইদিন আমেরিকা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনারে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি । সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল বোয়িং 777-232-এর। রবিবার রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে AI-180.

এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ

অপরদিকে, আমদাবাদে বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ দিয়েছে DGCA.যে আধিকারিকদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আছেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট। ৩ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছে। এয়ার ইন্ডিয়াকে এই নির্দেশ দিয়েছে DGCA.

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)