নয়াদিল্লি: দিল্লি থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। গন্তব্য ছিল আমেরিকার সান ফ্রান্সিসকো। কিন্তু মাঝ আকাশে ত্রুটি ধরে পড়ে ইঞ্জিনে। বাধ্য হয়ে রাশিয়ার মাগাদানে নামতে হয়েছিল ওই বিমানটিকে। তারপর থেকে ২দিন ওখানেই কেটেছে, অবশেষে আটকে পড়া যাত্রীদের নিয়ে রাশিয়ার মাটি ছাড়ল ওই বিমান। যাচ্ছে সান ফ্রান্সিসকো।


ভারতীয় সময়ে বৃহস্পতিবার ভোর প্রায় পাঁচটার সময় রাশিয়ার মাগাদান থেকে ওড়ে বিমানটি। ভারতীয় সময়ে দুপুর পৌনে একটা নাগাদ সান ফ্রান্সিসকো পৌঁছনোর কথা বিমানটির। এয়ার ইন্ডিয়ার বিমানটিতে রয়েছেন ২১৬ জন যাত্রী।


ভারতীয় সময়ে বৃহস্পতিবার ভোর প্রায় পাঁচটার সময় রাশিয়ার মাগাদান থেকে ওড়ে বিমানটি। ভারতীয় সময়ে দুপুর পৌনে একটা নাগাদ সান ফ্রান্সিসকো পৌঁছনোর কথা বিমানটির। এয়ার ইন্ডিয়ার বিমানটিতে রয়েছেন ২১৬ জন যাত্রী।


গত মঙ্গলবার দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী বিমানটির ইঞ্জিনে কিছু ত্রুটি ধরা পড়ে তারপরেই আপৎকালীন ভাবে রাশিয়ার মাগাদান শহরের সোকোল বিমানবন্দরে অবতরণ করতে হয় বিমানটিকে। তারপরেই বুধবার এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি টিম পাঠানো হয় মাগাদানে। মুম্বই থেকে মাগাদান গিয়েছিল। প্রয়োজনীয় জিনিসপত্র এবং কর্মীদের নিয়ে যাওয়া হয়েছিল সেই বিমানে। ছিল খাবার-পানীয়ও। 


মাগাদানে বা রাশিয়ায় এয়ার ইন্ডিয়ার কোনও কর্মী নেই। সেই কারণেই রাশিয়ার অন্যতম পুরনো এবং বৃহৎ Rossiya Airlines-এর সাহায্য নেয় এয়ার ইন্ডিয়া। ওখানে ওই বিমানটি থেকে  যাত্রীদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি স্কুলে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা স্পুটনিক-এর সূত্র অনুযায়ী রাশিয়ার ওই এলাকার সরকারি আধিকারিকরা জানিয়েছেন শিশু, মহিলা এবং গর্ভবতীদের স্থানীয় একটি মেডিক্যাল কলেজের ডরমিটরিতে রাখা হয়েছিল। বিমানের আটকে পড়া যাত্রীদের মধ্যে কয়েকজন মার্কিন নাগরিক ছিলেন। ফলে গোটা ঘটনার দিকে কড়া নজর রেখেছিল আমেরিকাও।  


গোটা ঘটনার সময়ে ভারতের বিদেশ মন্ত্রক টানা যোগাযোগ রেখেছিল। রাশিয়ার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন রাশিয়ার দায়িত্বপ্রাপ্ত ভারতীয় কূটনীতিকরা। ওই বিমানের ইঞ্জিনের ত্রুটি হওয়ায়, নির্দিষ্ট রুট থেকে সরে গিয়ে প্রায় ঘণ্টা দুয়েক উড়ানের পরে গ্রামীন সাইবেরিয়ার মাগাদান শহরে সোকোল বিমানবন্দরে এসে নামে। ওই এলাকায় কোনও পাঁচতারা হোটেল নেই। থাকার মতো কোনও ভাল জায়গা নেই। সেই কারণেই একটি স্কুলের মধ্যে থাকার ব্যবস্থা করা হয়েছিল।


Skin Care with Ice Water: গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?