নয়াদিল্লি: মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ। ইঞ্জিন ফুটো হয়ে চুইঁয়ে পড়ছিল তেল। তাতে তড়িঘড়ি জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের (Air India)। নেওয়ার্ক থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়া-র ৭৭৭-৩০০ ER বিমানটি (AI106)। বিপত্তির জেরে বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় সুইডেনে। সেখানে স্টকহোম বিমানবন্দে জরুরি অবতরণ হয় বিমানটির (Air India Flight Emergency Landing)। 


নেওয়ার্ক থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়া-র ৭৭৭-৩০০ ER বিমানটি


বুধবার নেওয়ার্ক থেকে দিল্লি আসার পথে বিপত্তি দেখা দেয় বিমানটিতে। সেই সময় বিমানটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। হঠাৎ দেখা যায়, বিমানের ইঞ্জিন চুঁইযে তেল পড়ছে। তাতেই বিপদ আঁচ করে বিমানটির জরুরি অবতরণ করান পাইলট। বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India Flight Oil Leak)। 



আরও পড়ুন: Earthquake Warning : যে কোনও সময় কেঁপে উঠতে পারে আমাদের পায়ের তলার মাটিও, পরিস্থিতি হতে পারে ভয়াবহ !


সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্টকহোম বিমানবন্দরে একাধিক দমকলের ইঞ্জিন দাঁড়িয়েছিল। সেখানেি জরুরি অবতরণ ঘটে এয়ার ইন্ডিয়ার বিমানটির। সংস্থার তরফে জানানো হয়েছে, তেল চুঁইয়ে পড়ার আঁচ পেয়ে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। পরে স্টকহোম বিমানবন্দরে পরীক্ষা করে দেখা যায়, দু'নম্বর ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ছিল। এখনও পর্যন্ত বিমানটির ইঞ্জিন খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।


সেই সময় বিমানটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন


এর আগে, সোমবারও এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে গন্তব্য অভিমুখ থেকে ঘুরিয়ে নিতে হয়। সে বার যদিও স্বাস্থ্যজনিত উদ্বেগ ছিল কারণ। আমেরিকার নিউ ইয়র্ক থেকে দিল্লি আসার পথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাতেই ঘোরানো হয় বিমান। সে বার বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় লন্ডনে।


বুধবারের ঘটনা নিয়ে বিশদ তথ্য এখনও পর্যন্ত জানায়নি এয়ার ইন্ডিয়া। তাদের দাবি, যান্ত্রিক ত্রুটির জন্যই বিমানটির অভিমুখ পরিবর্তন করতে হয়। মাঝপথে জরুরি অবতরণ করাতে হয় বিমানটিকে।