নয়া দিল্লি: বড় বিপদের হাত থেকে বাঁচল দুই এয়ারলাইনস (Airlines)। কয়েক মিনিটের এদিক ওদিক হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (Tribhuvan International Airport)। সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ নেপাল ইতিমধ্যেই এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার (Air Traffic Controllers) ডিপার্টমেন্টে যারা কর্মরত ছিলেন, সেই তিন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
নেপালের সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র জগন্নাথ নিরৌলা জানিয়েছেন, এই ঘটনায় দায়িত্বজ্ঞানহীন মনোভাব প্রকাশ পেয়েছে।
ঠিক কী ঘটেছে?
শুক্রবার সকালে নেপাল এয়ারলাইনসের এয়ারবাস A-320 কুয়ালালামপুর থেকে কাঠমান্ডু আসছিল। সেই একই সময়ে নিউ দিল্লি থেকে কাঠমান্ডু আসছিল এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান। নেপালের সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র জানান, ১৯ হাজার ফিট উচ্চতায় ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। সেই সময় ১৫ হাজার ফিট দিয়ে উড়ছিল নেপালের বিমানটি।
পরবর্তীতে রেডার বিশ্লেষণ করে দেখা যায়, অত্যন্ত কাছাকাছি চলে এসেছিল দুটি বিমানই। এরপর নেপালের বিমানটিকে প্রায় ৭ হাজার ফিট নামিয়ে নেওয়া হয়।
এই ঘটনাটি নিয়ে তদন্তের জন্য ইতিমধ্যেই তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন, রাতের আকাশে এবার পাঁচ গ্রহের মিলন! মহাকাশে 'ম্যাজিক' দেখার অপেক্ষায় বিশ্ব