চৌঠা মে থেকে ঘরোয়া উড়ানের বুকিং শুরু করবে এয়ার ইন্ডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2020 05:50 PM (IST)
কেন্দ্রের কৃষিউড়ান প্রকল্পের আওতায় বিশ্বের ১০টি কার্গো ডেস্টিনেশনে ফলমূল, শাকসব্জি ও ওষুধপত্র পৌঁছে দিচ্ছে তারা। ব্রিটেন, জার্মানি, ইজরায়েল, চিন, সেশেলস, মরিশাস, শ্রীলঙ্কা ও মালদ্বীপে এভাবেই পরিষেবা দিচ্ছে।
নয়াদিল্লি: ৪ মে থেকে ঘরোয়া উড়ানের বুকিং শুরু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। আর ১ জুন থেকে শুরু হবে আন্তর্জাতিক উড়ানের বুকিং। করোনার জেরে যাবতীয় ঘরোয়া উড়ান ৩ মে অর্থাৎ লকডাউনের শেষদিন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকছে ৩১ মে পর্যন্ত। আজ এয়ার ইন্ডিয়া ওয়েবসাইটে একটি নোটিশ জারি করে বলা হয়েছে, ৪ মে থেকে ঘরোয়া উড়ান ও ১ জুন থেকে আন্তর্জাতিক উড়ানের বুকিং শুরু হবে। তবে বাণিজ্যিক উড়ান বন্ধ রাখা হলেও করোনা সঙ্কটে বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে তারা। বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের যেমন দেশে ফিরিয়ে এনেছে, তেমনই আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিচ্ছে অত্যাবশ্যক কৃষিজ ও চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র। কেন্দ্রের কৃষিউড়ান প্রকল্পের আওতায় বিশ্বের ১০টি কার্গো ডেস্টিনেশনে ফলমূল, শাকসব্জি ও ওষুধপত্র পৌঁছে দিচ্ছে তারা। ব্রিটেন, জার্মানি, ইজরায়েল, চিন, সেশেলস, মরিশাস, শ্রীলঙ্কা ও মালদ্বীপে এভাবেই পরিষেবা দিচ্ছে। করোনা রুখতে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হয় প্রথম পর্যায়ের লকডাউন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ফের লকডাউন ঘোষণা করেন। যাবতীয় ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান এই সময়টা বন্ধ রয়েছে।