নয়াদিল্লি: টানা ১০ ঘণ্টা ধরে আকাশে ঘুরে বেড়াল। অথচ গন্তব্যে পৌঁছনো হল না। বরং অভিমুখ পাল্টে ফের আমেরিকায় ফিরতে হল Air India-র বিমানকে। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার দাবি, প্রযুক্তি গত ত্রুটির কারণেই আমেরিকায় ফিরে যেতে হয়। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মাঝ আকাশে বিমানের শৌচাগার ভরে যাওয়াতেই আমেরিকা ফিরে যেতে হয় বিমানটিকে। (Air India)
বৃহস্পতিবার আমেরিকার শিকাগো থেকে দিল্লি ফিরছিল বিমানটি। কিন্তু টানা ১০ ঘণ্টা ওড়ার পর, মাঝরাস্তা থেকে শিকাগো বিমানবন্দরে ফিরে যেতে হয়। বিমানের গতিবিধির উপর নজরদারি চালানো flightradar24.com প্রদত্ত তথ্য বলছে, শিকাগোর ORD বিমানবন্দর থেকে ওড়ার পর ১০ ঘণ্টার বেশি আকাশে ওড়ে Boeing 777-337 ER বিমানটি। তার পর কী এমন ঘটল যে শিকাগো ফিরে যেতে হল, এ নিয়ে বেশ কিছু তথ্য সামনে আসছে। (Air India Plane Lavatories)
একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, Air India-র Boeing 777-337 ER বিমানটিতে ১০টি শৌচাগার রয়েছে, যার মধ্যে ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্যই বরাদ্দ দু’টি। বিমানে যাত্রীদের জন্য মোট আসনের সংখ্যা ৩৪০-এর বেশি। ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস এবং ইকনমিক ক্লাস, তিনটি শ্রেণির আসন রয়েছে বিমানে। কিন্তু এদিন বিমান আকাশে ওড়ার পর দেখা যায় একটি শৌচাগারই ঢোকার যোগ্য। বাকিগুলি বর্জ্যে ভরে গিয়েছে।
এ নিয়ে যোগাযোগ করলে Air India-র এক মুখপাত্র জানান, AI126 বিমানটি ৬ মার্চ শিকাগো থেকে দিল্লি উড়ে আসছিল। মাঝপথে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায়, শিকাগো ফিরে যায়। সেখানে পৌঁছে ভাড়ার টাকা ফেরত দেওয়া হয় যাত্রীদের। কেউ যাতে অসুবিধায় না পড়েন, তা দেখার পাশাপাশি, বিকল্প ব্যবস্থাও করে দেন বিমানকর্মীরা, যাতে যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারেন।
Air India-কে নিয়ে আগেও একাধিক অভিযোগ উঠেছে। পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। কখনও বিজনেস ক্লাস থেকে ইকনমিতে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, কখনও আবার বসার আসন থেকে খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি এক ব্যক্তি সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন। পাইলটদের প্রশিক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি কর্তব্যে গাফিলতি করেছেন, ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে শোরগোল শুরু হলে ওই প্রশিক্ষককে বরখাস্ত করে Air India. তাঁর অধীনে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ পাইলটকেও সরিয়ে দেওয়া হয়।