নয়াদিল্লি: দেশব্যাপী লকডাউনের জেরে ভারতে আটকে পড়া যাত্রীদের জন্য সুখবর। বন্দে ভারত মিশনের আওতায় আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বুকিং শুরু করল এয়ার ইন্ডিয়া।


ট্যুইটারে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আগামীকাল থেকে ১৪ মে যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও সিঙ্গাপুরে যেতে ইচ্ছুক, তাঁরা এই বিমানের বুকিং করাতে পারবেন।





প্রসঙ্গত, বন্দে ভারত পরিকল্পনার মাধ্যমে একদিকে যেমন এদেশে আটকে পড়া বিদেশি ও অনাবাসী ভারতীয়দের নিজ নিজ জায়গায় ফেরানোর ব্যবস্থা শুরু হয়েছে, তেমনই ১২টি দেশে আটকে পড়া প্রায় ১৪,৮০০ জন ভারতীয়কে এদেশে ফেরাতে সাতদিনে ৬৪টি ফ্লাইট চালাচ্ছে এয়ার ইন্ডিয়া ও তার অধীনস্থ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।


তবে, এখানে বলে রাখা দরকার, টিকিট বুকিং সেই সব দেশের ক্ষেত্রেই দেওয়া হচ্ছে, যারা অন্য দেশ থেকে আগত যাত্রীদের প্রবেশ করার অনুমতি দিয়েছে। ৬৪ ফ্লাইটের মধ্যে ১২টি বরাদ্দ মধ্যপ্রাচ্য দেশগুলির জন্য। তবে, সেখানে এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।


তাই, টিকিট বুকিংয়ের আগে, ভাল করে এই বিষয়গুলি দেখে নেওয়া অত্যাবশ্যক যাত্রীদের --




  • যাঁরা এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বুকিং করতে চান, তাঁদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

  • নিজেদের ঝুঁকিতেই যাত্রীদের যেতে হবে। গন্তব্য দেশের নাগরিক হলেই একমাত্র ওই যাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে।

  • গন্তব্য দেশের অন্তত পক্ষে এক বছরের বৈধ ভিসা দেখাতে হবে ভারতীয় ও বিদেশি নাগরিকদের। তবে, পরিবারের সদস্যের মৃত্যু সহ কোনও মেডিক্যাল জরুরি অবস্থা থাকলে, সেক্ষেত্রে ৬ মাসের ভিসা দেখালেও চলবে।

  • যাত্রা করতে পারবেন গ্রিন কার্ড, ওসিআই (ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া) কার্ড হোল্ডাররা।

  • যাত্রার সম্পূর্ণ খরচ বহন করতে হবে যাত্রীকে।

  • টিকিট বুকিংয়ের আগে, গন্তব্য দেশের জারি করা শর্ত ও যোগ্যতা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য ভাল করে জেনে নিতে হবে যাত্রীদের। একমাত্র সব শর্ত পূরণ হলে তবেই যাত্রা করা সম্ভব।

  • গন্তব্য দেশের জারি করা স্বাস্থ্য ও যাত্রা-বিধি সম্পূর্ণভাবে পালন করতে হবে যাত্রীদের।

  • বিমানে ওঠার সময় সকল যাত্রীকে স্বাস্থ্য-বিধি অনুযায়ী থার্মাল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। একমাত্র উপসর্গহীন যাত্রীদের বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে।

  • গন্তব্যে পৌঁছনোর পর বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারান্টিনে থাকার যাবতীয় খরচ বহন করতে হবে যাত্রীদের।

  • যাত্রার সময় যাবতীয় স্বাস্থ্য-বিধি যেমন মাস্ক পরা, সুস্বাস্থ্য পরিবেশ বজায় রাখা, হাত পরিষ্কার রাখা বাধ্যতামূলক। যাত্রী ছাড়াও বিমানের ক্রু-কেও এই বিধির পালন করতে হবে।

  • সকল যাত্রীকে বাধ্যতামূলক আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে নামাতে হবে।