পরিস্থিতি বিচার করে ১০ দিনের জন্য মাঝের আসনে যাত্রী বসাতে অনুমতি দিল শীর্ষ আদালত। বিচারকের নির্দেশ, আগামী ১০ দিন মাঝের আসনে যাত্রী বসানো যাবে।
অন্যদিকে, লকডাউনের মধ্যেই সোমবার শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। প্রায় ২ মাস পর এই পরিষেবা চালু হলেও দু’একটি রাজ্য ব্যতিক্রম। রাজ্যে কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে ওই পরিষেবা চালু হচ্ছে ২৮ মে। যেহেতু কলকাতা বিমানবন্দর এখনও খোলেনি, তাই ত্রিপুরাতেও চালু হয়নি বিমান পরিষেবা।