নয়াদিল্লি ভারতে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত গোটা বিশ্বের মধ্যে দশম স্থানে। তবে এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৭২১ জন।
সবচেয়ে বিপদের হল, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৭৭ জন গোটা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত যা একদিনের নিরিখে সর্বাধিক। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। পরিসংখ্যান বলছে, বিশ্বে করোনা-সংক্রমণের নিরিখে যো দেশগুলির অবস্থা সবথেকে ভয়াবহ, তার মধ্যে শীর্ষ ১০-এই চলে এসেছে ভারত। যা এক কথায় ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত।
বিশ্বে করোনার প্রকোপ কমার কোনও লক্ষণ নেই। মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪৬ হাজার ৪৩৪ জনের। আক্রান্ত ৫৪ লক্ষ ৯৪ হাজার ৪৬৪ জন। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ২২ লক্ষ ৯৯ হাজার ৩৪৫ জন।
আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। ওই দেশে মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ। আক্রান্ত ১৬ লক্ষ ৮৬ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ১৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে ব্রাজিল উঠে এসেছে করোনা-তালিকর ২ নম্বরে। ওই দেশে ৩ লক্ষ ৬৩ হাজার ৬১৮ জন আক্রান্ত।
করোনা-আক্রান্ত শীর্ষ ১০ দেশ
আমেরিকা - আক্রান্ত-১,৬৮৬,৪৩৬, মৃত-৯৯,৩০০
ব্রাজিল - আক্রান্ত-৩৬৫,২১৩, মৃত-২২,৭৪৬
রাশিয়া - আক্রান্ত-৩৪৪,৪৮১, মৃত-৩,৫৪১
স্পেন - আক্রান্ত-২৮২,৮৫২, মৃত-২৮,৭৫২
যুক্তরাজ্য - আক্রান্ত-২৫৯,৫৫৯, মৃত-৩৬,৭৯৩
ইতালি - আক্রান্ত-২২৯,৮৫৮, মৃত-৩২,৭৮৫
ফ্রান্স - আক্রান্ত-১৮২,৫৮৪, মৃত-২৮,৩৬৭
জার্মানি - আক্রান্ত-১৮০,৩২৮, মৃত-৮,৩৭১
তুরষ্ক - আক্রান্ত-১৫৬,৮২৭, মৃত- ৪,৩৪০
ভারত - আক্রান্ত-১৩৮,৮৪৫, মৃত-৪,০২১
করোনা-সংক্রমণের নিরিখে ভারত এখন শীর্ষ ১০ তালিকায়, দেখুন কোন দেশের কী হাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2020 10:47 AM (IST)
সবচেয়ে বিপদের হল, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৭৭ জন গোটা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত যা একদিনের নিরিখে সর্বাধিক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -