Air India Announcement: আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার বড় ঘোষণা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার থেকে তাদের আন্তর্জাতিক উড়ানের সংখ্যা বিশেষত ওয়াইডবডি বিমানের ক্ষেত্রে কমিয়ে (Air India) দেওয়া হবে ১৫ শতাংশ হারে। আগামী বেশ কয়েক সপ্তাহের জন্য এই পরিষেবা কমানো হবে বলে জানানো (International Flight) হয়েছে। আগামী ২০ জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার ৬ দিন পরেই এই ঘোষণা করা হয়েছে।
গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ান নিয়েও ফের আছড়ে পড়ে মাটিতে। উড়ান নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আমেদাবাদের মেডিকেল কলেজ হস্টেলে আছড়ে পড়ে সেই বোয়িং বিমান। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ২৪১ জন যাত্রী, মাত্র ১ জন বেঁচে গিয়েছিলেন। অভিশপ্ত সেই AI171 বিমানে দুই চালক সহ সমস্ত কেবিন ক্রু-র মৃত্যু হয়েছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়।
কী জানিয়েছে সংস্থা
এক্স হ্যান্ডলে একটি বিস্তারিত বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া। এই বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের তারা সংস্থার বৃহত্তর পরিবারের অংশ বলেই মনে করেন। এই কঠিন সময়ে তাদেরকে সমবেদনা জানায় সংস্থা। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং গুজরাত সরকারের সঙ্গে সম্মিলিতভাবে এয়ার ইন্ডিয়া নিহতদের পরিবার এবং আহতদের সহায়তা করার সম্ভাব্য প্রচেষ্টা চালাচ্ছে। হাসপাতালে যে কোনওরকম সহায়তার জন্য এবং মৃতদের দেহাবশেষ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়া ও টাটা গ্রুপের স্বেচ্ছাসেবকদের আমেদাবাদে নিযুক্ত করা হয়েছে।
তদন্ত ও অনুসন্ধান
এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন একটি নির্দেশিকা জারি করে 'এনহ্যান্সড সেফটি ইনস্পেকশন' চালু করেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমানের উপরে। ৩৩টি বিমানের মধ্যে মোট ২৬টি বিমানে অনুসন্ধান শেষ হয়েছে এবং এগুলিকে পরিষেবার জন্য প্রস্তুত বলে দাবি করা হয়েছে। এমনকী বোয়িং ৭৭৭ বিমানেও অতিরিক্ত নিরাপত্তা তদন্ত ও অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
আন্তর্জাতিক উড়ান সংখ্যা হ্রাস
এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে আগামী ২০ জুন থেকে তাদের আন্তর্জাতিক উড়ান সংখ্যা মূলত ওয়াইডবডি বিমানের ক্ষেত্রে ১৫ শতাংশ কমানো হবে আগামী কয়েক সপ্তাহের জন্য। এর মধ্যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হয়েছে, ইউরোপ ও পূর্ব এশিয়ার বেশ কিছু জায়গায় এয়ারস্পেসে নাইট কার্ফু জারি করা হয়েছে। আবার বিমানগুলির তদন্ত ও অনুসন্ধান কার্য চলছে এই সময়ে। ইঞ্জিনিয়ার-কর্মী এবং বিমানচালকদের সতর্কতার জেরে এর মধ্যে বিমান পরিষেবা ব্যাহত করা হয়েছে। আর এই কারণে বিগত ৬ দিনে ৮৩টি বিমান বাতিল করা হয়েছে।
তবে এই বদলের কারণে যাত্রীদের কোনও অসুবিধে হবে না বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে যাত্রীদের আগাম জানানো হবে সমস্ত রকম পরিকল্পনা বা বদলের ব্যাপারে। বিকল্প বিমান পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য যাত্রীদের সহায়তা করবে এয়ার ইন্ডিয়া, সম্পূর্ণ রিফান্ড কিংবা বিনামূল্যে উড়ান রিশিডিউল করার সুবিধেও দেওয়া হবে। নতুন এবং পরিবর্তিত উড়ান শিডিউল যা ২০ জুন থেকে কার্যকর হবে, তা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে।