মুম্বই: সঞ্জয় লীলা বনশালীর দেবদাস-এর ডোলা রে গানের কথা মনে আছে নিশ্চয়। মাধুরী দীক্ষিত ও ঐশ্বর্য রাইকে এক সঙ্গে নাচিয়ে ছিলেন বনশালী। ভারতীয় সিনেমার অন্যতম মাইলস্টোন এই নাচের পিছনে যে গল্প আছে তা কিন্তু জানেন না অনেকেই।


ডোলা রে-র শ্যুটিংয়ের সময় ঐশ্বর্যের কান থেকে রক্ত ঝরছিল। তিনি কানে ভারী গয়না পরেছিলেন, কানের লতি সেই ওজন ধরে রাখতে পারেনি, কেটে যায়। সেই রক্তাক্ত কান নিয়েই শ্যুটিং শেষ করেন অ্যাশ। কাউকে কিছু বলেনওনি। পুরো শ্যুটিং শেষ হওয়ার পর তারপর সকলে দেখেন, তাঁর কান থেকে রক্ত ঝরছে।

ডোলা রে-র কোরিওগ্রাফি করেন সরোজ খান। নাচে বেশ কয়েকটি ভরতনাট্যমের তাল ছিল, যে জন্য সরোজ জাতীয় পুরস্কার পেয়েছিলেন। শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস দেবদাস-কে ভিত্তি করে ছবিটি তৈরি করেন বনশালী। শাহরুখ খান দেবদাস হন, অ্যাশ পার্বতী ও মাধুরী করেন চন্দ্রমুখীর চরিত্র। এর আগে ১৯৫৫ সালেও তৈরি হয় গোটা দেশে জনপ্রিয় এই উপন্যাসের ওপর ছবি। মুখ্য চরিত্রে ছিলেন দিলীপ কুমার, পার্বতী হন সুচিত্রা সেন, চন্দ্রমুখীর ভূমিকায় দেখা যায় বৈজয়ন্তীমালাকে।