নয়াদিল্লি: অযোধ্যায় 'রামভক্ত' হনুমানদের ভরণ-পোষণের দায়িত্ব নিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আগেই দেখা গিয়েছে অক্ষয়কে। এবার অযোধ্যায় 'বানরসেনা'র বংশধরদের পেট ভরাতে উদ্যোগী হলেন। বছরভর যাতে তাদের আহার জোটে, তার জন্য মোটা টাকা দানও করলেন অক্ষয়। (Akshay Kumar)
'রামায়ণে' বর্ণিত রাবণের বিরুদ্ধে রামের জয়ের নেপথ্যে বানরসেনার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অযোধ্যায় রামমন্দিরের আশেপাশে তাদের বংশধরদের আধিক্য চোখে পড়লেও, দু'মুঠো অন্ন জোগাড় হয় না তাদের। সহৃদয় কেউ কিছু দিলে চলে, নাহলে কুড়িয়ে বাড়ে যা জোটে। এমন পরিস্থিতিতে অযোধ্যার বানরদের পেট ভরানোর উদ্যোগ শুরু হয়েছে। (Akshay Kumar to feed Monkeys)
এই উদ্যোগের একেবারে অগ্রভাগে রয়েছে 'অঞ্জনেয় সেবা ট্রাস্ট'। জগৎগুরু স্বামী রাঘবচন্দ্র জি মহারাজের সংস্থার পথপ্রদর্শক। অযোধ্যার বানরদল যাতে উপোসে না থাকে, তার জন্য রোজ তাদের খাবারের বন্দোবস্ত করতে উদ্যোগী হয়েছে ওই সংস্থা। সেই নিয়ে অক্ষয়কে অনুরোধ করা হয়েছিল, বানরসেনার বংশধরদের খাওয়ানোর ব্যাপারে উদ্যোগী হন তিনি। অক্ষয় শুধুমাত্র সেই অনুরোধই গ্রহণ করেননি, বছরভর বানরদলের পেটে যাতে খাবার পৌঁছয়, তার জন্য ১ কোটি টাকা দানও করেছেন।
'অঞ্জনেয় সেবা ট্রাস্ট'-এর প্রতিষ্ঠাতা প্রিয়া গুপ্ত বলেন, "অক্ষয় কুমার সহৃদয় ব্যক্তি বলে বরাবর জানি। নিজেক কর্মী হোক বা সহ-অভিনেতা, পরিবারের মতো দেখেন সকলকে। উনি শুধু মুক্তহস্তে দানই করেননি, নিজের মা-বাবা, অরুণা ভাটিয়া- হরি ওম বাটিয়া এবং শ্বশুর রাজেশ খন্নার নামে সেবা উৎসর্গ করেছেন। উনি সামাজিক ভাবে সচেতন একজন নাগরিক। অযোধ্যাস নাগরিকদের ব্যাপারেও ভাবিত উনি। কারও যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বানরদের খাবার খাওয়াতে গিয়ে রাস্তা যেন নোংরা হয়, তাও জানিয়েছেন।"
প্রায় তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও, গত কয়েক বছর ধরেই বক্স অফিসে খরা যাচ্ছে অক্ষয়ের। তাঁর একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে। পাশাপাশি, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-র সঙ্গে হৃদ্যতা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই আবহেই অযোধ্যার বানরসেনার ভরণপোষণের দায়িত্ব নিলেন অক্ষয়। তবে শুধুমাত্র অযোধ্যা বলেই নয়, এবছর অগাস্ট মাসে মুম্বইয়ের হাজি আলি দরগার মেরামতির জন্যও ১.২১ কোটি টাকা দান করেন অক্ষয়।