JEE Mains Exam: ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওরফে এনটিএ ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স মেনসের সেশন ১ ও ২-এর জন্য নোটিফিকেশন জারি করেছে। জয়েন্ট এন্ট্রান্স মেনসের (JEE Mains 2025) সরকারি অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ওয়েবসাইট nta.ac.in-এ এই বিজ্ঞপ্তি আপনি চেক করতে পারবেন।


গতকাল রাত ৯ টা থেকেই খুলেছে উইন্ডো


২০২৫ সালের জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে এই জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষা। গতকাল ২৮ অক্টোবর রাতেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্স মেনসের রেজিস্ট্রেশন উইন্ডো খুলে গিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে দেশের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বিটেক বা বি-আর্ক কোর্সের জন্য ভর্তি সুযোগ পেতে পারেন আপনি।


গুরুত্বপূর্ণ দিন


জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষা ২০২৫-এর সেশন ১ এবং সেশন ২-এর জন্য ২২ নভেম্বর পর্যন্ত এই দুই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। পরীক্ষার দিন ঘোষণা হলে তার তিন দিন আগে এই ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে অ্যাডমিট কার্ড বা হল টিকিট। আশা করা যাচ্ছে আগামী ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যেই হবে এই পরীক্ষা। আর এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই।


আবেদনের সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে


জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য আবেদন করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.ac.in-এ আপনাকে যেতে হবে। এখানে আসার পরে আপনি জয়েন্ট এন্ট্রান্স মেনস ২০২৫ পরীক্ষার জন্য আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে। অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না। একজন প্রার্থী কেবলমাত্র একবারই আবেদন করতে পারবে। একবারের বেশি আবেদন করে থাকলে কঠোর পদক্ষেপ করা হবে। এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নির্দেশ এবং গাইডলাইন মেনেই এই আবেদন করতে পারবেন প্রার্থীরা।


আবেদন নিশ্চিত হয়েছে কিনা তা জানার জন্য ইমেল ও সঠিক মোবাইল নম্বর দিতে হবে। আর এই আবেদনের সময়ে কোনো প্রার্থী সমস্যায় পড়লে তার সমাধানের জন্য ০১১-৪০৭৫৯০০০০ অথবা ০১১-৬৯২২৭৭০০ এই দুই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Recruitment News: কোল ইন্ডিয়ায় ৬৪০টি পদে নিয়োগ হবে, কবে থেকে শুরু আবেদন ? কী যোগ্যতা লাগবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI