মুম্বই: করোনাভাইরাস অতিমারী মোকাবিলায় মুম্বইয়ের পুলিশ ফাউন্ডেশনকে ২ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার। এর আগেও বিপুল পরিমাণ অর্থসাহায্য করেছেন বলিউডের এই তারকা। ২৫ কোটি টাকা দিয়েছেন করোনা ত্রাণে তৈরি পিএম-কেয়ার্স ফান্ডে।
সোমবার মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংহ নিজের সরকারি ট্যুইটার হ্যান্ডেলে অক্ষয়ের ডোনেশনের উল্লেখ করে ধন্যবাদ জানিয়ে লেখেন, মুম্বই পুলিশ ফাউন্ডেশনকে ২ কোটি টাকা দেওয়ায় অক্ষয়কুমারকে ধন্যবাদ জানাচ্ছে মুম্বই পুলিশ। শহরটাকে নিরাপদ রাখতে যারা দায়বদ্ধ, মুম্বই পুলিশের সেই পুরুষ, মহিলাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করায় আপনার এই সাহায্যের ফল বিরাট, সুদূরপ্রসারী হবে।


জবাবে ৫২ বছরের অভিনেতা কোভিড-১৯ এ সংক্রমণের ফলে মারা যাওয়া দুই হেড কনস্টেবল চন্দ্রকান্ত পেন্দুরকর ও সন্দীপ সুরভেকে শ্রদ্ধা জানিয়ে নিজের ভক্তদের ফাউন্ডেশনকে অর্থদানের আহ্বান জানিয়ে ট্যুইট করেন, ওঁরা করোনার সঙ্গে লড়াই করে নিজেদের জীবন দিয়েছেন। আমি আমার কর্তব্য করেছি। আশা করি, আপনারাও করবেন। আজ যে আমরা বেঁচে আছি, সুরক্ষিত আছি, সেটা ওঁদের জন্যই, এটা যেন ভুলে না যাই।