মুম্বই: করোনা আবহে ঘরবন্দি গোটা পৃথিবীর অনেক দেশ। বন্ধ সমস্ত অফিসঅন্যান্য কাজকর্মও। শ্যুটিং বন্ধ হওয়ায় ছেদ পড়েছে রোজের ধারাবাহিকেও। সময় কাটাতে তাই মানুষ ঝুঁকেছে ওয়েব প্ল্যাটফর্মের দিকে। নেটফ্লিক্স সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে মুক্তি পেয়েছে বেশ নতুন কিছু সিনেমা ও ওয়েব সিরিজ।



যাঁরা নতুন অভিনয় জগতে পা রাখছেনতাঁদের জনপ্রিয়তা পাওয়ার খুব ভালো সুযোগ করা দিচ্ছে নেটফ্লিক্স। মন্তব্য মৈত্রেয়ী রামকৃষ্ণনের। আজই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ 'নেভার আই হ্যাভ এভার'। এই সিরিজেরই অভিনেত্রী মৈত্রেয়ী।



লেখক মিন্ডি কালিংয়ের জীবনী থেকে অনুপ্রাণিত ১০টি এপিসোডের এই ওয়েব সিরিজটি। প্রধান চরিত্র দেবী বিশ্বকুমারের গল্প বলবে এই সিরিজ। সদ্য যৌবনে পা দেওয়া একটি মেয়ের জীবনের বিভিন্ন ওঠাপড়া নিয়েই এই গল্প। প্রধান চরিত্রে দেখা যাবে ১৮ বছরের  মৈত্রেয়ীকে। স্কুলের পড়াশোনা সবে শেষ করেছেন তিনি। এটাই অভিনয় জগতে তাঁর প্রথম হাতেখড়ি। অভিনয় ছাড়াও কার্টুনে আগ্রহ মৈত্রেয়ীর। জানানঅ্যানিমেশন নিয়েও কাজ করতে চান তিনি।

১৫ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে এই ভূমিকাটির জন্য বাছা হয়েছিল মৈত্রেয়ীকে। ইনস্টাগ্রাম ও ট্যুইটারে ইতিমধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার।