গত ২২ মে থেকে প্রাকৃতিক দুর্যোগের কবলে অসমের ২২টি জেলা। ইতিমধ্যেই বন্যায় প্রাণ হারিয়েছেন ১১৩ জন। ভূমিধসে ২৬ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগের দরুণ বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বানন্দ টুইট করে জানিয়েছেন, ’’ অসমের বন্যাত্রাণে ১ কোটি টাকা দেওয়ার জন্য অক্ষয় কুমারজি, আপনাকে ধন্যবাদ। দুর্যোগের সময় আপনি সর্বদা সহমর্মিতা ও সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান। আপনি অসমের প্রকৃত বন্ধু। আপনার ওপর ঈশ্বরের যাবতীয় আশীর্বাদ বর্ষিত হোক।‘‘
অসম প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধু এ বার নয়, গত বছরও বন্যাত্রাণে ২ কোটি টাকা সাহায্য করেছিলেন অক্ষয়।
গত দু মাস ধরে টানা বৃষ্টির পর অগস্টের প্রথম দিক থেকে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করেছে। ধেমাজি, লখিমপুর, বাক্সা, চারাইদেও এই চারটি জেলায় বন্যার ফলে অন্তত ৬ হাজার মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।