কলকাতা: গত বছরের মত এবারও অক্ষয় কুমার ফোর্বসের বার্ষিক সেরা ১০০ সব থেকে বেশি উপার্জনশীল ১০০ তারকার তালিকায় উঠে এলেন। তিনিই একমাত্র ভারতীয় তারকা যাঁর নাম এই তালিকায় উঠেছে।  যদিও গতবারের থেকে কমেছে তাঁর র‍্যাঙ্ক।

গতবার অক্ষয় ছিলেন ৩৩ নম্বরে, তিনি উপার্জন করেন সাড়ে ৬ কোটি মার্কিন ডলার।  এবার সম্ভবত লকডাউনের জেরেই তাঁর উপার্জন কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৮৫ লক্ষ ডলার, র‍্যাঙ্কিং কমে হয়েছে ৫২। যদিও তাতেও তিনি এগিয়ে রয়েছেন উইল স্মিথ ও অ্যাঞ্জেলিনা জোলির মত বিখ্যাত হলিউড হিরোদের থেকে, স্মিথের র‍্যাঙ্ক ৬৯, অ্যাঞ্জেলিনা রয়েছেন ৯৯-তে।  এ ছাড়া পপ গায়িকা রিহানা (৬০), কেটি পেরি (৮৬), লেডি গাগা (৮৭), জেনিফার লোপেজের (৫৬) থেকেও তিনি এগিয়ে।

ফোর্বস অক্ষয়কে ব্যাখ্যা করেছে বলিউডের সব থেকে রোজগেরে তারকা ও দেশের  শ্রেষ্ঠ দানশীল সেলিব্রিটি হিসেবে, যিনি করোনাভাইরাস ত্রাণ ভাণ্ডারে সাড়ে ৪০ লক্ষ মার্কিন ডলার দান করেছেন। তাঁর প্রথম ওয়েব সিরিজ দি এন্ড ও আগামী দুটি ছবি বচ্চন পাণ্ডে এবং বেল বটম-এর উল্লেখ করেছে তারা।


২০১৮-র ফোর্বস লিস্টে অক্ষয় (৭৬) ছাড়া সলমন খানেরও নাম ছিল। তিনি ছিলেন ৮২ নম্বরে। ২০১৮-র লিস্টে আবার অক্ষয়-সলমনের ওপরে ছিলেন শাহরুখ খান, তিনি ছিলেন ৬৫ নম্বরে।

এ বছর ফোর্বস লিস্টের প্রথমে আছেন মডেল-শিল্পপতি কাইলি জেনার, তাঁর উপার্জন ৫৯০ মিলিয়ন ডলার। পরের জায়গাগুলি গিয়েছে যথাক্রমে র‍্যাপার ক্যানিয়ে ওয়েস্ট, রজার ফেডেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লায়োনেল মেসির দখলে।  প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস সহ তিন জোনাস ভাই রয়েছেন ২০ নম্বরে।