নয়াদিল্লি: এক সময়ের বিশ্বত্রাস আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা (একিউআইএস) জঙ্গি গোষ্ঠী এখন শুধু আঞ্চলিক পর্যায়ে ছোটখাটো হামলা চালাতে পারে। এক শীর্ষস্থানীয় মার্কিন কাউন্টার টেররিজম আধিকারিক এ কথা জানিয়েছেন।
ভারতীয় উপমহাদেশে আল কায়দার প্রভাব বাড়াতে একিউআইএস শুরু করেছিল আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি, ২০১৪ সালে। ২০১৯-এর সেপ্টেম্বরে আফগানিস্তানে এক মার্কিন সেনা হামলায় একিউআইএস পান্ডা আসিম উমর খতম হয়। সেই আঘাত তারা সামলে উঠতে পারেনি, ফলে খুব বেশি হলে তারা এখন ছোট মাত্রার আঞ্চলিক হামলায় সক্ষম। একটি সেনেট কমিটিতে মার্কিন ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের ডিরেক্টর ক্রিস্টোফার মিলার বলেছেন এ কথা।
সেনেট হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটির সামনে আমেরিকার বিপদ নিয়ে বলছিলেন মিলার। তিনি বলেন, এ বছরের মার্চে একিউআইএস নওয়াই আফগান জিহাদের একটিবিশেষ ইস্যু প্রকাশ করে, তাতে মার্কিন-তালিবান চুক্তির প্রশংসা করে তারা। আফগানিস্তানে তাদের এখন গুটিকয়েক জঙ্গি পড়ে রয়েছে, সেই জঙ্গিরা নিজেদের প্রাণ বাঁচাতেই ব্যস্ত। সম্ভবত আর তাদের বড় হামলার ক্ষমতা নেই।
মিলারের মতে, প্রায় ২০ বছর আগে সন্ত্রাসের বিরুদ্ধে যে আন্তর্জাতিক যুদ্ধ শুরু হয়েছিল, তার ফলে আমেরিকা জঙ্গি কার্যকলাপ লক্ষ্যণীয় হারে কমাতে সক্ষম হয়েছে, আমেরিকাকে টার্গেট করা আর তাদের পক্ষে সোজা নয়। এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে বলেছেন, গত বছর থেকে আল কায়দা চেষ্টা করছে, আমেরিকা ও পশ্চিমা দেশগুলিতে লোন উলফ হামলা চালানোর জন্য ব্যক্তিবিশেষকে উদ্বুদ্ধ করতে। গত ডিসেম্বরে নাভাল এয়ার স্টেশন পেনসাকোলা হামলা প্রমাণ করে, তারা এখনও আমেরিকায় জঙ্গি হামলা চালাতে উৎসাহী।
আল কায়দার এখন শুধু ছোটখাটো আঞ্চলিক হামলার ক্ষমতা রয়েছে, দাবি শীর্ষ মার্কিন আধিকারিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Sep 2020 09:33 AM (IST)
এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে বলেছেন, গত বছর থেকে আল কায়দা চেষ্টা করছে, আমেরিকা ও পশ্চিমা দেশগুলিতে লোন উলফ হামলা চালানোর জন্য ব্যক্তিবিশেষকে উদ্বুদ্ধ করতে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -