শোরগোল ফেলে দিয়েছে আলবানিয়া। বিশ্বের প্রথম দেশ হিসাবে AI-সমৃদ্ধ মন্ত্রী নিয়োগ করল দক্ষিণ-পূর্ব ইউরোপের এই দেশটি। মন্ত্রীর নাম Diella। যিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন এবং সরকারি ব্যয়ে স্বচ্ছতা আনবেন। এই সংক্রান্ত ঘোষণা করেন আলবানিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। Diella সরকারি প্রকল্পে বেসরকারি ঠিকাদারদের জন্য সমস্ত পাবলিক টেন্ডার তত্ত্বাবধান করবেন। আলাবানিয়ায় Diella-র অর্থ "সূর্য।" Diella "মন্ত্রিসভার সদস্য যিনি শারীরিকভাবে উপস্থিত নন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভার্চুয়ালি তৈরি হয়েছেন।" সংবাদ সংস্থা AP-কে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Continues below advertisement

প্রাথমিকভাবে ২০২৫ সালের জানুয়ারিতে ই-আলবানিয়া প্ল্যাটফর্মে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে চালু হয়েছিল, ডিয়েলাকে তৈরি করা হয়েছিল সরকারি পরিষেবায় নাগরিকদের গাইড করার জন্য। তারপর থেকে, এটি ৩৬,০০০ এরও বেশি ডিজিটাল নথি প্রক্রিয়াকরণ করেছে এবং নাগরিকদের প্রায় ১,০০০ পরিষেবা দিয়েছে। এখন মন্ত্রীর ভূমিকায় উন্নীত হওয়ার পর, ডিয়েলা বিশ্বের প্রথম এআই মন্ত্রী যিনি সরকারি চুক্তি সম্পর্কিত সিদ্ধান্ত পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। প্রধানমন্ত্রীর কথায়, ডিয়েলার তত্ত্বাবধানে প্রতিটি পাবলিক টেন্ডার "১০০% দুর্নীতিমুক্ত" হবে, যেখানে তহবিল বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে।

দুর্নীতির বিরুদ্ধে আলবানিয়ার দীর্ঘস্থায়ী সংগ্রামের পটভূমিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৮ লক্ষ জনসংখ্যার বলকান দেশটিতে পাবলিক টেন্ডারগুলি প্রায়শই কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছে। আন্তর্জাতিক চক্রগুলি মাদক ও অস্ত্র পাচার থেকে লাভ তোলার জন্য দেশটিকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। প্রায়ই রিপোর্টে উঠে আসে, সরকারি দুর্নীতি শিখরে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে এআই সিস্টেম নির্ভর হয়ে, আলবানিয়া সরকার আশা করছে যে, মানুষের পক্ষপাতিত্ব কাটিয়ে ওঠা যাবে। আলবানিয়ার ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটেও এই নিয়োগকে দেখা হচ্ছে। যার জন্য দুর্নীতি দমন করা একটি গুরুত্বপূর্ণ শর্ত। বিশেষজ্ঞরা বলছেন যে, ডিয়েলার প্রবর্তন EU নেতাদের কাছে আলবানিয়ার বিশ্বাসযোগ্যতাকে আরও শক্তিশালী করতে পারে। কারণ জনসাধারণের তহবিলের অপব্যবহার দীর্ঘদিন ধরে সদস্যপদ আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে।

Continues below advertisement

যদিও এই উদ্যোগটিকে যুগান্তকারী হিসেবে দেখা হচ্ছে, তবুও সরকার এখনও নির্দিষ্ট করেনি যে ডিয়েলার সিদ্ধান্তের সঙ্গে মানুষের তত্ত্বাবধান থাকবে কি না। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে, পর্যাপ্তভাবে সুরক্ষিত না থাকলে উন্নত এআই সিস্টেমগুলিও হেরফের হতে পারে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সবথেকে বড় ব্যাঙ্কে দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করতেন এক মহিলা। নিজের অনিচ্ছাতে এবং অজান্তেই এআই প্রযুক্তির পিছনে দিনরাত এক করে খাটতেন তিনি। আর সেই এআই সিস্টেমই (AI Layoff) রিপ্লেস করে দিল তাঁকে। নিউজ কর্প অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে এই খবর পাওয়া গিয়েছে। জুলাই মাসেই কাজ হারিয়েছেন কমনওয়েলথ ব্যাঙ্ক অস্ট্রেলিয়ার কর্মী ক্যাথারিন সুলিভান। শুধু তিনি নন, তার সঙ্গে কাজ (Bank Employee Layoff) হারিয়েছেন আরও ৪৪ জন কর্মী। ব্যাঙ্কে এআই প্রযুক্তি ব্যবহারের কারণে এই প্রথম কারও চাকরি গেল।