নয়াদিল্লি: লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পর এই বিলের তীব্র সমালোচনা করল পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের বিদেশ দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই আইন পশ্চাদমুখী ও পক্ষপাতমূলক। আমরা এই আইনের নিন্দা করছি। এই আইনের মাধ্যমে সব আন্তর্জাতিক নিয়ম-নীতি লঙ্ঘন করা হয়েছে। স্পষ্টতই অসৎ উদ্দেশ্যে প্রতিবেশী দেশগুলিতে নাক গলাতে চাইছে ভারত। এই আইন মিথ্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণা লঙ্ঘন করা হয়েছে। ধর্ম ও বিশ্বাস সংক্রান্ত বৈষম্য দূর করা সংক্রান্ত ঘোষণারও বিরোধী এই আইন।’
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি সংস্থাও নাগরিকত্ব সংশোধনী বিলের সমালোচনা করে বলেছে, ‘এটি ভুল দিকে বিপজ্জনক বাঁক। ভারতের সংসদের উভয় কক্ষেই বিলটি পাশ হয়ে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের।’
‘ভারতের নাগরিকত্ব বিল মিথ্যার উপর দাঁড়িয়ে’, দাবি পাকিস্তানের, সমালোচনা মার্কিন সংস্থারও
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2019 11:26 AM (IST)
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি সংস্থাও নাগরিকত্ব সংশোধনী বিলের সমালোচনা করেছে।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -