স্বামীর দীর্ঘায়ু কামনা
স্বামীর মঙ্গলকামনায় উপবাস। তারপর তার হাতেই জল খেয়ে উপবাস ভাঙা। এমন রীতি মানেন সারা ভারতের মহিলারাই। কিন্তু উত্তরপ্রদেশের দুই বৌয়ের মনের ইচ্ছে ছিল কিছুটা আলাদাই। স্বামীর মঙ্গল নয়, স্বামীর সম্পত্তিতেই ছিল তাদের নজর। লোকদেখানো উপবাসের পর শ্বশুরবাড়ির সব ধনসম্পত্তি নিয়ে চম্পট দিল দুই বৌমা।
কীভাবে লুঠ?
আলিগড়ের সাসনি গেট থানা এলাকার ঘটনা। মথুরা রোড থেকে এসেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। দুই কনে বিয়ের মাত্র দুই দিন পরেই শ্বশুরবাড়ির লোকজনকে পথে বসাল। স্বামীর দীর্ঘায়ু কামনা করে তাঁরা করবা চৌথ ব্রত পালনও করে। কিন্তু স্বামীর দীর্ঘায়ু কামনা নয়, তাঁদের উদ্দেশ্য ছিল চুরি। পুলিশ সূত্রে খবর, ওই নববধূদ্বয় করবা চৌথের উপবাস পালন করেছিল, কিন্তু সেই রাত্তিরেই তারা এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায়। এই প্রথম নয়, বিয়ে করে লুটেপুটে নিয়ে যাওয়ার ঘটনা হালফিলে আরও ঘটেছে। যদিও পুলিশের খাতায় নথিবদ্ধ কেস মোটে দুটো। সেগুলির তদন্ত চলছে।
করবা চৌথের রাতেই শ্বশুরবাড়িকে এভাবে পথে বসাল নববধূরা করবা চৌথের রাতে যে দুই পরিবারের নববধূরা ডাকাতি করে,তাদের অভিযোগ, দুই তরুণীরই বিয়ে হয়েছিল ৯ অক্টোবর। একজনের বিয়ে হয়েছিল কোর্টে। অন্যজনের বিয়ে বাড়িতেই হয়। তবে, বিয়ের দুই দিন পর, দুই কনে রাতে লুঠ করে একই কায়দায় শাড়িকে দড়ির মতো ব্যবহার করে চুরি করে দোতলা থেকে নেমে চম্পট দেয়। পালানোর আগে, দুজনেই তাঁদের সঙ্গে চারটি সোনার ব্রেসলেট, একটি আংটি, একটি মঙ্গলসূত্র এবং লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় যায়। এরপর ভুক্তভোগী পরিবারগুলি সাসনি গেট থানায় অভিযোগ দায়ের করে। সঙ্গে ছিলেন প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতীও । তিনি অভিযোগ করেন যে এটি কোনও সাধারণ ঘটনা নয় বরং এটি কোনও গ্যাংয়েরই কাজ! দাবি, এদের নেতার নাম মনোজ গুপ্ত। এই ঘটনায় পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, শীঘ্রই এই ডাকাতদলটিকে ধরা যাবে।
৩ বার বিয়ে করে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা আয় এর আগে উত্তরাখণ্ডের এক মহিলাও ধরা পড়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে। ৩ বার বিয়ে করে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলে এই 'লুটেরি দুলহান'। পুলিশ জানিয়েছে, ম্যাট্রিমনি সাইট খুঁজে পাত্রদের টার্গেট করত সে। বিশেষত, ডিভোর্স হয়ে গেছে, স্ত্রী মারা গিয়েছেন এমন ধনী পাত্রদের টার্গেট করত সে। এরপর হয় ডিভোর্স করে বা গুরুতর অভিযোগ করে পালিয়ে যেত সে।