লখনউ: ফের উত্তরপ্রদেশে জায়গার নাম বদলের প্রস্তাব। এবার ইউপির আলিগড়ের নাম বদলে হরিগড় রাখার প্রস্তাব দিল স্থানীয় পঞ্চায়েত। স্থানীয় স্তরে নাম পাশ হওয়ার পর যোগী সরকারের কাছে বিষয়টির অনুমোদন চেয়েছে লোকাল বডি।


উত্তরপ্রদেশ সরকার প্রস্তাবে অনুমোদন দিলে নাম পরিবর্তনের লম্বা তালিকা তৈরি হবে উত্তরপ্রদেশে। রাজ্যের নাম পরিবর্তনের অতীত বলছে, বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক জায়গায় নাম বদলেছে যোগী আদিত্যনাথের সরকার। ২০১৯ সালে সেই তালিকায় নতুন সংযোজন প্রয়াগরাজ। কুম্ভমেলার কয়েক মাস আগে ইলাহাবাদের নাম বদলে রাখা হয় প্রয়াগরাজ। 


যা নিয়ে কম জলঘোলা হয়নি। বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় এলে বিজেপি 'গেম চেঞ্জার' হওয়ার দাবি তুলেছিল। এখন 'নেম চেঞ্জার' হয়েই থাকতে হচ্ছে তাদের। যদিও সমালোচনার পরও এবার সেই পথেই হাঁটতে পারে যোগী সরকার। এ প্রসঙ্গে সোমবার জেলা পঞ্চায়েত বোর্ডের প্রধান বিজয় সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ''আমরা বোর্ড সদস্যরা বেশকিছু প্রস্তাব এনেছি। যেখানে আলিগড়ের নাম বদলে হরিগড় রাখার কথা বলা হয়েছে। সবাই সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। বর্তমানে সেই প্রস্তাব পাশের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।আমরা আশা করছি, এই প্রস্তাব পাশ হয়ে যাবে।''


পঞ্চায়েতের সদস্যরা জানিয়েছেন, ব্লক পঞ্চায়েত নেতা কোহরি সিংহ ও উমেশ যাদব প্রথমে এই নাম পরিবর্তনের প্রস্তাব আনেন। তবে এখানেই থেমে থাকেনি নাম বদলের প্রস্তাব। আলিগড়ের ধানিপুর বিমানপথের নাম বদলে তা কল্যাণ সিংহ বিমানপথ করার প্রস্তাবও পাশ হয়েছে সোমবার।


২০১৯ সালের নভেম্বরে রাজ্যের বেশকিছু জায়গার নাম বদলের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ''আমরা রাজ্যে যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। মুঘলসরাইকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর, ইলাহাবাদকে প্রয়াগরাজ ও ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রেখেছি। যেখানে প্রয়োজন মনে হবে, সেখানে উপযুক্ত ব্যবস্থা নেবে রাজ্য সরকার।''