নয়া দিল্লি: আফগানিস্তানের পরিস্থিতি, বিশেষ করে নারী ও ছোট মেয়েদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। আফগান তালিবান দখল করতেই যে পরিস্থিতির তৈরি হয়েছে সেখানে অবিলম্বে বিশ্বের নেতাদের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত এমন আর্জিই জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে মালালা বলেন, "জো বাইডেনের অনেক কিছু করার আছে। আফগান জনগণকে রক্ষা করার জন্য তাঁকে সাহসী পদক্ষেপ নিতে হবে। নোবেলজয়ীর কথায়, তিনি তাঁর এই আর্জি বিশ্ব নেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সংবাদমাধ্যম বিবিসির নিউজনাইটকে মালালা বলেন, "এই মুহূর্তে এটি একটি জরুরি মানবিক সঙ্কটের মুখোমুখি রয়েছি আমরা। আমাদের সাহায্য ও সহায়তা দেওয়া দরকার।"
প্রসঙ্গত, ২০১২-তে পাকিস্তানের তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠীর গুলিতে ক্ষতবিক্ষত হন ২৩ বছরের মালালা। ভাগ্যক্রমে জীবন ফিরে পান তিনি। এরপর থেকেই মহিলাদের শিক্ষা এবং অধিকার নিয়ে লড়াই করে চলেছেন তিনি। ১১ বছর বয়স থেকেই তিনি জনপ্রিয় তাঁর লেখার মাধ্যমে। জঙ্গিদের শাসনের অধীনে জীবনযাপন কী হতে পারে তা নিয়ে বিবিসিতে একটি ব্লগ লিখতেন তিনি।
এই স্মৃতিকে আঁকড়ে ধরেই মালালা বলেন, "আমি এই মুহূর্তে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে সেখানে নারী ও মেয়েদের নিরাপত্তা নিয়ে। আমি আফগানিস্তানে নারী অধিকার কর্মী সহ কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তাঁরা তাঁদের উদ্বেগের কথা বলছে। তাঁরা নিশ্চিত নয় যে তাঁদের জীবন কেমন হবে।"
এছাড়াও আফগানিস্তান নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে আলাদা করে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন মালালা। চিঠিতে পাক প্রধানমন্ত্রীতে তিনি বলেন, ‘‘আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আর্জি জানিয়েছি পাক প্রধানমন্ত্রীর কাছে। শরণার্থী শিশুরা যাতে সেখানে শিক্ষার সুযোগ পায়, তার ব্যবস্থা করতেও অনুরোধ জানিয়েছি। ওরা নিরাপদে থাকুক। ভবিষ্যৎ যেন হারিয়ে না যায়।’’