নয়াদিল্লি: ‘থ্রোব্যাক নাইটিস’, আগামী নভেম্বরের ১৭ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে এই অনুষ্ঠানেই গান গাওয়ার কথা অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ এবং কুমার শানুর। তবে সেখানে শেষ পর্যন্ত এই তিন তারকা গাইবেন কিনা, তা নিয়েই তৈরি হল সংশয়। কারণ, ডালাসে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এক পাকিস্তানি নাগরিক। আর সেটা জানার পরই, নয়ের দশকের তিন নামজাদা কণ্ঠশিল্পীকে চিঠি পাঠিয়ে অনুষ্ঠান বাতিল করার নির্দেশ দিল ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের। ‘দেশের সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে অলকা-উদিত-শানুকে পাক নাগরিকের আয়োজিত অনুষ্ঠান বাতিল করার জন্য চিঠি দেওয়া হয়েছে।


চিঠিতে লেখা হয়েছে, “সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে যেভাবে উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে দেশের সম্মানকে সর্বাধিকার দেওয়া হচ্ছে। চলচ্চিত্র জগতের সব শিল্পীদেরই জানানো হচ্ছে, তাঁরা যেন  যেকোনও মঞ্চেই পাকিস্তান নাগরিকদের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ না করেন”। পাকিস্তান তো বটেই বিশ্বের অন্যকোনও প্রান্তেও যেন পাকিস্তানিদের আয়োজিত   অনুষ্ঠানে দেশের শিল্পীরা পারফর্ম না করেন, এমনই কড়া বার্তা দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।


এর আগে পঞ্জাবের জনপ্রিয় শিল্পী দিলজিৎ দোসাঞ্জকেও একই রকম চিঠি পাঠায় সিনে এমপ্লয়িজ ফেডারেশন। ট্রাম্পের দেশেই চলতি মাসের ২১ তারিখ একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন পাক নাগরিক রেহান সিদ্দিকি। সেখানে গান গাওয়ার কথা ছিল দিলজিতের। তবে চিঠি পাওয়ার পর তিনি সেই অনুষ্ঠান বাতিল করেন। ট্যুইট করে সেকথা নিজেই জানান দিলজিৎ। ‘দেশকে ভালবাসি, দেশের স্বার্থে সবসময় দেশের পাশে দাঁড়াব’, ট্যুইট করে হাউসটনের অনুষ্ঠান বাতিল করেছেন দিলজিৎ।





সম্প্রতি পাকিস্তানে গিয়ে অনুষ্ঠান করে নিন্দিত হন মিকা সিংহ। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ঘনিষ্ঠ এক ব্যক্তির মেয়ের বিয়েতে গান গেয়েছিলেন মিকা। পারিশ্রমিক নিয়েছিলেন কোটি টাকা। এরপর তাঁকে বয়কট করার সিদ্ধান্ত নেয় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সেই শাস্তি থেকে বাঁচতে মিকা জনসমক্ষে ক্ষমা চেয়ে নেন এবং তারপরই বয়কট তুলে নেয় সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।