নয়াদিল্লি: বাংলাদেশে নৈরাজ্য চরমে। এহেন পরিস্থিতিতে হিন্দু নিধনের প্রতিবাদে বিক্ষোভের অজুহাতে ভিসা দেওয়া বন্ধ ঢাকার। দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের কনস্যুলার পরিষেবা বন্ধ। ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশও।  

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, 'দীপুচাঁদ দাসের দোষটা কী ছিল ?' বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অডিও বার্তা শেখ হাসিনার

ভারতবিদ্বেষী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। সদ্য খুলনা ও রাজশাহীতে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেয় ভারত। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ঢাকায় কর্মরত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা। আর এবার, ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশও। এবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বাংলাদেশ হাইকমিশনের সামনে পড়েছে সেই জরুরি নোটিস। যেখানে লেখা রয়েছে, অনিবার্য কারণবশত, পুনরায় নোটিস না দেওয়া অবধি, নয়াদিল্লিতে, বাংলাদেশ হাইকমিশনের যাবতীয় কনস্যুলার এবং ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হল।' 

প্রসঙ্গত, শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতার খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্য। হামলা হয়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস ও ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরেও। এই আবহে চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দিল ভারত। অন্যদিকে ময়মনসিংহে যুবককে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১০। ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুন ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ।

নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশে,আতঙ্কে বেনাপোল সীমান্ত পেরিয়ো পেট্রাপোল দিয়ে ভারতে চলে আসছেন বহু মানুষ। কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে প্রতিবাদে সরব হয় নাগরিক সমাজ ময়মনসিংহে যুবককে খুন করে জ্বালিয়ে দিয়ে দুষ্কৃতীদের উল্লাস!BNP নেতা বেলাল হোসেনের নাবালিকা মেয়েকে পুড়িয়ে খুন!বাদ নেই ভাঙচুর, লুঠপাট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে খুনের পরই প্রতিবাদ আর নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশে। আতঙ্কে বেনাপোল সীমান্ত পেরিয়ো পেট্রাপোল দিয়ে ভারতে চলে আসছেন বহু মানুষ। প্রাণ নিয়ে কেউ চলে আসছেন বাড়ি-ঘর ছেড়ে।