নয়াদিল্লি: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকায় যোগ দিতে পারবেন মহিলারা। জানাল সুপ্রিম কোর্ট। এই প্রবেশিকায় আর দেরি করা উচিত হবে না, মন্তব্য সুপ্রিম কোর্টের। রোডম্যাপ তৈরি করতে কিছু সময় লাগবে, হলফনামা দিয়ে জানাল কেন্দ্র। আদালতের বক্তব্য, "জরুরি পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম সেনা। আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না।'' ১৪ নভেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা। 


এনডিএর প্রবেশিকা পরীক্ষায় মহিলাদের বসার অনুমতি নেই, এই মর্মে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কুশ কালরা। শুনানিতে আদালত বলেছে, সশস্ত্র বাহিনী যে কোনও জরুরি অবস্থা মোকাবিলা করতে সব সময় প্রস্তুত থাকে। আশাবাদী যে এনডিএ -তে মহিলাদের প্রবেশিকায় যোগের পথ সুগম করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট আরও বলেছে যে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকায় মহিলাদের যোগ দেওয়ার ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা আছে ঠিকই। কিন্তু তার জন্য প্রবেশিকায় মহিলাদের যোগ দেওয়া স্থগিত রাখা যাবে না। এতে ভুল বার্তা যেতে পারে। 


কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, আগামী বছর মে মাসে NDA পরীক্ষায় মহিলাদের বসার অনুমতি দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। গত মাসে অন্তর্বর্তী স্থগিতাদেশে আদালত জানিয়েছিল মহিলাদের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। যা আগে ৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও, পরে তা পরিবর্তন হয়ে ২৪ নভেম্বর ঠিক হয়।


আরও পড়ুন: COVID-19 Travel Advisory: কোভিশিল্ডকে স্বীকৃতি দিল ব্রিটেন, ভারতীয়দের অবশ্য থাকতে হবে কোয়ারেন্টিনেই


আদালতের কাছে পাঠানো হলফনামায় কেন্দ্র জানিয়েছে, মেয়েদের শারীরিক সক্ষমতার উপযুক্ত মান কী হবে, তা স্থির করা হচ্ছে। এর পাশাপাশি পুরুষ ক্যাডেট ও মেয়ে ক্যাডেটদের থাকার জায়গার আলাদা ব্যবস্থা করা হচ্ছে। মেয়েদের জন্য আলাদা করে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।


আরও পড়ুন: SBI clerks mains admit card 2021 প্রকাশিত, কীভাবে ডাউনলোড করবেন হল টিকিট ?