লন্ডন: অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি এবং ভারতে সিরাম ইনস্টিটিউটের বানানো ভ্যাকসিন কোভিশিল্ডকে অবশেষে স্বীকৃতি দিল ব্রিটেন। সারা বিশ্ব থেকে যাঁরাই কোভিশিল্ডের দু’টি ডোজ নিয়েছেন, তাঁরা ৪ অক্টোবর থেকে ব্রিটেনে যেতে পারবেন। তবে এখনও ভারতীয়রা ব্রিটেনে গেলে তাঁদের কোভিশিল্ডের দু’টি ডোজ নেওয়া থাকলেও বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সময়ের জন্য কোয়ারেন্টিনেই থাকতে হবে। কারণ, ভারতে ভ্যাকসিনের যে শংসাপত্র দেওয়া হচ্ছে, সেটা নিয়ে আপত্তি জানিয়েছে ব্রিটিশ সরকার।


গাইডলাইনে ব্রিটেন জানিয়েছে, অ্যাডভাইজরি অনুযায়ী কোভিশিল্ডের ফর্মুলেশন নিয়ে কোনও সমস্যা নেই. কিন্তু ভারত ভ্যাকসিনেশনের যে শংসাপত্র দিচ্ছে তা মানা হলে না। উল্লেখ্য, এর আগে  ব্রিটেন কোভিশিল্ডকে ভ্যাকসিন হিসেবে মান্য়তা দেয়নি। আর এরপরই হুঁশিয়ারি দেয় ভারত। সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বলেন, "করোনা ভ্যাকসিন হিসেবে কোভিশিল্ডকে ব্রিটেন মর্যাদা দিচ্ছে না। একটি বৈষম্যমূলক নীতি। এর ফলে ভারতীয়দের ব্রিটেন সফরে সমস্যা হচ্ছে। ব্রিটিশ বিদেশ সচিবের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারত।''


আরও পড়ুন: Corona Cases India: দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ


নির্দেশিকা জারি করে ব্রিটেন লিখেছে,”অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সজেভরিয়া এবং মডার্নার টিকাডা স্বীকৃত টিকার তালিকায় অন্তর্ভুক্ত।’’ ব্রিটেনে যাওয়ার ক্ষেত্রে সেদেশের প্রশাসন জানিয়েছে, ভারতীয় ভ্রমণকারীরা যারা সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া আছে, তাদের ছাড় দেওয়া হবে। তবে ব্রিটেনে পৌঁছনোর পর তাদের ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। 


এদিকে টিকা নেওয়ার পর ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে ছাড়পত্র দিলেও কেন ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। ব্রিটিনের নয়া এই নীতিতে অস্বস্তি বেড়েছে। এদিকে ব্রিটেনের এই নয়া নীতির সমালোচনা করেছেন বিদেশ মন্ত্রকের সচিব হর্ষবর্ধন শ্রিংলা। 


আরও পড়ুন: Health Worker Recruitment: মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে রাজ্যের এই জেলায়, ২৬ অক্টোবর আবেদনের শেষ তারিখ