রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি, আমানি আনল শক্তিশালী এই ব্লুটুথ স্পিকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2020 02:57 PM (IST)
এই ব্লুটুথ স্পিকারের দাম ১,২৯৯ টাকা, সঙ্গে এক বছরের ওয়্যারান্টি।
নয়াদিল্লি: মোবাইল অ্যাকসেসরিজ নির্মাতা সংস্থা আমানি এবার নিয়ে এল এএসপি এসপি ৭৬০০ ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। বাড়িতেই হোক বা বাইরে কোথাও, সর্বত্র এই ব্লুটুথ স্পিকার সমানভাবে ব্যবহার করা যাবে। এমনকী ছোটখাটো পার্টিতেও মন্দ সার্ভিস দেবে না। এই ব্লুটুথ স্পিকারের দাম ১,২৯৯ টাকা, সঙ্গে এক বছরের ওয়্যারান্টি। পাওয়া যাবে আমানিমার্ট ও এ দেশের ডিলারদের কাছে। এতে রয়েছে ৩২০০ এমএএইচের নন রিমুভেবল ব্যাটারি, পুরো চার্জ দিলে ৮-১০ ঘণ্টা নন স্টপ চালানো যাবে প্লে ব্যাক মিউজিক। এছাড়া আছে মাইক্রো এসজি কার্ড আর অক্সের মত কানেকটিভিটির সুবিধে। এতেই শেষ নয়, স্পিকারে এফএম রেডিওও রয়েছে এতে। আমানির এই স্পিকারে রয়েছে ১০ ওয়াটের দুটি স্পিকার। অথচ এই ব্লুটুথ স্পিকারের ওজন সব মিলিয়ে মোটে দেড় কেজি, সহজেই যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। দেখতে অনেকটা পিপের মত এই স্পিকারের সঙ্গে একটি ধরার মত হাতলও রয়েছে। এর ফলে নিজের স্মার্টফোন ফিট করে আপনি ব্লুটুথের সাহায্যে কানেক্ট করতে পারবেন, শুনতে পারবেন ইচ্ছেমত গান। নিরাপদে থাকবে আপনার স্মার্টফোনও।