নয়া দিল্লি: ভক্তদের জন্য খুলে গিয়েছে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান অমরনাথ। আজ থেকেই যাত্রা শুরু হওয়ার কথা হয়েছে। যদিও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এই যাত্রা নিয়েই চিন্তা বেড়েছে। মাঝে মধ্যেই প্রবল তুষারপাত হচ্ছে। তুষারঝড়ও উঠছে। এরই মধ্যে যাত্রা শুরু করার কথা রয়েছে।


এই যাত্রা বেশ কঠিন হলেও শ্রাবণ মাস জুড়ে ভক্তরা ভগবান ভোলেনাথের দর্শনে যান এই তীর্থস্থানে। এই যাত্রা শুরু করার আগে তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপরই পাওয়া যায় ভ্রমণের অনুমতি। 


ইতিমধ্যেই রাম মন্দির ও গীতা ভবনে প্রায় ৮০০-রও বেশি সাধু পৌঁছেছেন। গভীর রাতে তারা জম্মু থেকে পহলগাঁওর উদ্দেশ্যে রওনা হবে। কনভয়ের নিরাপত্তার জন্য সিআরপিএফ কমান্ডো স্কোয়াডও থাকবে। নিরাপত্তা বাহিনীর কর্মীরা জম্মু থেকে কাশ্মীরের অমরনাথ বেস ক্যাম্প পর্যন্ত রাস্তায় কঠোর নজরদারি বজায় রাখবে, যাতে সন্ত্রাস হামলা এড়ানো যায়।


এবার অমরনাথ যাত্রার ক্ষেত্রে প্রশাসনের তরফে বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে- আরএফ আইডি সবসময় গলায় ঝুলিয়ে রাখাতে হবে। স্বচ্ছন্দ মতো পোশাক পরতে হবে। সঙ্গে জল এবং শুকনো ফল, আখরোট, ওআরএস, ইলক্ট্রো পাউডার রাখতে হবে। আর বারবার জল পান করতে হবে। যাত্রার সময় বারবার বিশ্রাম নিতে হবে। প্ল্যাস্টিক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করে দেওয়া হয়েছে। খালি পেটে হাঁটা মারাত্মক বিপজ্জনক, তাই খালি পেটে হাঁটা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।






শুক্রবার ভোরে শৈবতীর্থ অমরনাথের উদ্দেশে রওনা দিলেন তীর্থযাত্রীদের দল। এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বালতাল বেসক্যাম্প থেকে ভোর পৌনে ৬টার নাগাদ প্রথম দলটি রওনা দেয়। পাশাপাশি সকাল ৬টা ২০ মিনিটে পেহেলগাঁওয়ের নুনওয়ান থেকে দ্বিতীয় দল অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করেন।


আরও পড়ুন, শনির প্রবল প্রভাব রাশিচক্রে, বড়ঠাকুরের দৃষ্টিতে বাড়বে আয়, বিনিয়োগেও লক্ষ্মীলাভ


এই যাত্রার জন্য সুষ্ঠু ব্যবস্থা, অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সুবিধা প্রদানের ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার মোতায়েনের ওপর জোর দেওয়া হয়। এ বছর ৫৩ দিন ধরে যাত্রা চলবে। আগামী ৮ অগাস্ট অবধি এই যাত্রা চলবে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে