রাণা দাস, পূর্ব বর্ধমান: কালনায় ছাত্রীর রহস্যমৃত্যু। হাত বাধা, মুখে ওড়না গোঁজা ক্লাস নাইনের ছাত্রীর জলে ডোবা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পূর্ব বর্ধমানের কালনার ধর্মডাঙ্গা এলাকায়। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল ? কারা খুন করল ? গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।  


'প্রণয় ঘটিত কারণে শ্বাসরোধ করে খুন ..'


 শুক্রবার সকালে কালনার ধর্মডাঙ্গা এলাকার একটি পুকুর থেকে, ক্লাস নাইনের ছাত্রী নার্গিস খাতুনের মৃতদেহ ভাসতে দেখা যায়। মৃতের পরিবার পরিজনদের দাবি, প্রণয় ঘটিত কারণে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে নিয়ে আসে । নান্দাই পঞ্চায়েতের দুপসা এলাকার বাসিন্দা নার্গিস, খরিনান হাই স্কুলে ক্লাস নাইনের ছাত্রী ছিল।


বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিল সে


গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিল সে। আর মৃতের পরিবার-পরিজনেরা গতকাল রাতে পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরিও করে থানায়। মৃতের আত্মীয়রা  জানান, তাঁদের বাড়ি থেকে প্রায় ১৮ থেকে ২০ কিলোমিটার দূরে কালনার ধর্মডাঙ্গা এলাকায়  আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবার-পরিজনেরা জানিয়েছে, 'তাঁর সঙ্গে একটি ছেলের প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। সেই তাকে ফোন করে ডেকে, হাত বেঁধে, মুখে ওড়না ঢুকিয়ে শ্বাসরোধ ধরে খুন করেছে।' ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।


 আরও পড়ুন, অতি ভারী বর্ষণের আশঙ্কা এবার দক্ষিণবঙ্গে, ভোর থেকেই দুযোগ ? হলুদ সতর্কতা এই জেলাগুলিতে..


১১ বছরের বালককে শ্বাসরোধ করে খুন


অতীতে বারাসাতের কাজিপাড়ায় ১১ বছরের বালককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তার প্রমাণ মিলেছিল বলে পুলিশের দাবি। প্রথমে কিছুদিন নিখোঁজ ছিল পঞ্চম শ্রেণির ছাত্র। চারদিনের মাথায়,  নাবালকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল পরিত্যক্ত বাড়ির শৌচাগার থেকে। ওই বাড়িতে ভাঙচুর চালিয়েছিল স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, পাশের বাড়ির দেওয়ালে রক্তের দাগ মেলায় সেখানেই ওই বালককে খুন করা হয়েছিল বলে অনুমান। প্রতিবেশী মহিলাকে আটক করেছিল বারাসাত থানার পুলিশ। ফরেন্সিক দলের নমুনা সংগ্রহের আগে দুটি বাড়িই সিল করে দিয়েছিল পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।