নয়া দিল্লি: সংস্থায় আর্থিক মন্দা চলছে এই মর্মে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে টেক জায়েন্ট অ্যামাজন (Amazon), এমনটাই একটি রিপোর্টে জানা গিয়েছে। এরই মধ্যে এবার অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (Jeff Bezos) জানান যে তিনি তাঁর বিপুল সম্পত্তির একটি বড় অংশ বিলিয়ে দিতে চান।                        


বিশ্বের চতুর্থ ধনী তিনি। তবে এবার ১২,৪০০ কোটি ডলারের সম্পত্তির সিংহভাগই তিনি বিলিয়ে দিতে চান, আমেরিকার সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর কাছে একটি সাক্ষাৎকারে এ কথা জানান বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা অ্যামাজনের প্রাক্তন সিইও।                                                                         


তিনি জানিয়েছেন, পরিবেশরক্ষার কাজে সম্পত্তির বড় অংশ দানে ইচ্ছুক। নিজের জীবদ্দশাতেই সম্পত্তির বেশির ভাগ বিলিয়ে দিতে চান। দানের কত অংশ কোন খাতে খরচ করবেন বেজোস? তা নিয়ে এখনো মনস্থির করেননি বলেও জানিয়েছেন তিনি।                       


আরও পড়ুন, টুইটার-মেটার পর এবার কর্মী ছাঁটাইয়ের ভাবনা অ্যামাজনের! চাকরি হারাবেন ১০ হাজার


তবে জেফ বেজোস বলেন, বিষয়টি স্থির করা অত সহজ নয়। বেজোসের কথায়, ‘কী ভাবে ধীরে ধীরে এটা করা যায়, তা স্থির করাই সবচেয়ে কঠিন ব্যাপার।’ যদিও আমেরিকার সংবাদমাধ্যমে বেজোস জানিয়েছেন, অর্থদানের জন্য এই মুহূর্তে নিজেকে সক্ষম করার চেষ্টা করছেন তিনি।                              


বেজোসের সঙ্গী, সাংবাদিক লরেন সানচেজ এই অর্থ প্রদান করার বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করছেন। বেজোস আর্থ ফান্ড সংস্থার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য ১০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি দিয়েছেন। 


উল্লেখ্য, ২০২১ সালে অ্যামাজনের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছিলেন বেজোস। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় ৪র্থ স্থানে রয়েছেন তিনি। এছাড়াও মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট এবং মহাকাশ পর্যটন সংস্থা ব্লু অরিজিনের এবং অ্যামাজনের প্রায় ১০ শতাংশ মালিকানা রয়েছে বেজোসের।