কলকাতা: প্রতিদিনের কুইজ প্রতিযোগিতা নিয়ে আবার এসেছে আমাজন। প্রতিদিন বিজেতারা জিতে নিচ্ছেন লোভনীয় সব নতুন নতুন উপহার। আজকের বিজয়ী জিতে নেবেন একটি ওয়ানপ্লাস ৮ প্রো স্মার্টফোন। কুইজ প্রতিযোগিতায় যোগ দিতে হলে আর কিছু নয়, আমাজন অ্যাপেল লগ ইন করতে হবে, খেলতে হবে আমাজন কুইজ অ্যানসার্স কনটেস্ট। রোজ সকাল ৮টায় শুরু হচ্ছে প্রতিযোগিতা, চলছে বেলা ১২টা পর্যন্ত। আজকের বিজয়ীদের তালিকা ৩০ অক্টোবর প্রকাশিত হবে। এবার দেখে নিন আজকের আমাজন কুইজের প্রশ্নোত্তর
- ১৬ বছর পর কোন বিখ্যাত খনি এলাকায় খননকার্য শুরু হয়েছে?
কোলার সোনার খনি
- কোন আন্তর্জাতিক শহর একটি পাইলট ইলেকট্রিক রোড তৈরি করছে, যা বিশেষভাবে তৈরি বাসগুলিতে বিদ্যুৎ সরবরাহ করবে?
তেল আভিভ
- কোন ক্ষেত্রে ভারতীয়দের দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার?
বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উড়ানের জন্য ভিভিআইপি এয়ারক্রাফ্ট এয়ার ইন্ডিয়া ওয়ান তৈরি করেছে কোন সংস্থা?
বোয়িং
- ১৯৮২-তে সূচনার পর এই প্রথম অল্পদিন আগে কোন সংস্থা তাদের লোগো পাল্টাল?
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যাঁরা এই কুইজে যোগ দিতে চান, তাঁদের মোবাইল অ্যাপে প্রয়োজনীয় ধাপগুলি মেনে নাম নথিবদ্ধ করতে হবে। এ জন্য অ্যাপে গিয়ে দেখুন ডিটেইলস অফ দ্য কনটেস্ট অ্যান্ড হাউ টু এন্টার বিভাগ। কুইজের উত্তর দিয়ে নিজের অংশগ্রহণের ব্যাপারে টুইট করুন # QuizTimeMorningsWithAmazon লিখে।