নয়াদিল্লি: পরিবেশ রক্ষায় তাবড় দেশের রাষ্ট্রনায়করা বৈঠকে বসবেন। জলবায়ু পরিবর্তন, বননিধনের কুফল নিয়ে আলোচনা করবেন। তাঁদের আতিথেয়তায় যাতে কোনও খামতি থাকে, তার জন্য খালি করে দেওয়া হল আমাজন বৃষ্টি অরণ্যের বিস্তীর্ণ এলাকা। দামি গাড়ি ঢুকতে যাতে অসুবিধা না হয়, তার জন্য চার লেন বিশিষ্ট চওড়া হাইওয়ে তৈরি করা হচ্ছে আমাজন বৃষ্টি অরণ্যের সংরক্ষিত এলাকায়। (Amazon Rainforest)
এ বছর নভেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (COP30) আয়োজন হচ্ছে ব্রাজিলের বেলেমে। আর সেই সম্মলেনের ব্যবস্থাপনায় কাটছাঁট করা হয়েছে ঘন সবুজ আমাজন বৃষ্টি অরণ্যেই। ইতিমধ্যেই প্রায় ১৩ কিলোমিটার খালি করে রাস্তার জন্য জায়গা বের করা হয়েছে। তার দুই পাশে কাটা গাছের গুঁড়ি, ডালপালা জড়ো করা রয়েছে। পড়ে রয়েছে এখনও। পরিবেশ রক্ষার্থে সম্মেলন ডেকে পরিবেশই ফাঁকা করে দেওয়ার মধ্যে পরিহাস দেখছেন পরিবেশবিদরা। (Climate Summit 2025)
BBC জানিয়েছে, চার লেন বিশিষ্ট হাইওয়ে তৈরি করতে আমাজন অরণ্যের কয়েক হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত বনভূমি সাফ করে দেওয়া হচ্ছে। নয়া হাইওয়ের নামও ঠিক হয়ে গিয়েছে, 'Avenue of Liberty', বাংলায় তর্জমা করলে অর্থ হয়, 'স্বাধীনতার পথ'। নভেম্বরের সম্মেলনে ৫০ হাজার জনসমাগম হতে পারে বলে অনুমান ব্রাজিল সরকারের। তাই শহরে যাতে যানজট না হয়, ভিভিআইপি অতিথিদের যাতে যাতায়াতে অসুবিধা না হয়, তার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
পরিবেশ কর্মী থেকে স্থানীয় মানুষজন আমাজন ধ্বংসের বিরুদ্ধে সরব হয়েছেন। আমাজনের উপর স্থানীয় মানুষদের জীবন ও জীবিকাও অনেকাংশে নির্ভর করত। তাঁরা জানিয়েছেন, যে সব গাছ অতি সম্প্রতি বসানো হয়েছিল, তার কিছুও অবশিষ্ট নেই। ফলে আয়ের রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এভাবে নির্বিচারে বননিধন চলতে থাকলে আমাজন ফাঁকা হয়ে যাবে বলে আশঙ্কা তাঁদের। BBC-কে দেওয়া সাক্ষাৎকারে এক ব্যক্তি বলেন, "আগামী দিনে কেউ এসে বলবে, 'এখানে পেট্রোল পাম্প হবে। গুদাম তৈরি করা হবে এলাকায়। টাকা নিয়ে কেটে পড়ো'।"