Amazon Work From Office: কর্মীদের প্রতি কড়া পদক্ষেপ নিচ্ছে অ্যামাজন (Amazon)। সপ্তাহে অন্তত তিনদিন (Three Days in a Week) অফিসে আসতে হবে কর্মীদের। এমনটাই জানিয়েছে সংস্থা। আর তার জেরে দুশ্চিন্তায় রয়েছেন কর্মীদের একাংশ। দীর্ঘদিনের ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) পরিষেবা অভ্যস্ত হয়ে যাওয়ায় কর্মীদের অনেকেই অফিসে আসতে অনিচ্ছুক। কিন্তু গতবছর বা চলতি বছরেও যে হারে কর্মী ছাঁটাই (Employee Layoffs) হয়েছে, তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই। সংস্থার নিয়ম মেনে সপ্তাহে তিনদিন অফিসে না এলে ছাঁটাই হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। যদিও নিয়ম না মানলে যে অ্যামাজন কর্তৃপক্ষ এমন কঠোর সিদ্ধান্ত নেবে তা নয়, অন্তত এখনও তেমন কিছু ঘোষণা করা হয়নি।
ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে অ্যামাজনের সমস্ত বিভাগেই নতুন নিয়ম প্রযোজ্য হবে। সমস্ত বিভাগ ঠিক করে নেবে যে কোন কর্মীদের অফিসে এসে কাজ করতে হবে এবং কোন সময় কাদের অফিসে থাকতে হবে। এখনও অবশ্য অ্যামাজন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়নি যে কাদের উপর এই নতুন নিয়মের প্রভাব পড়বে। শোনা যাচ্ছে, করোনাকালে বাড়ি থেকে কাজ করেছেন এমন অনেকে কর্মী এখন অফিসের কাছাকাছি চলে আসছেন থাকার জন্য, যাতে তারা সপ্তাহে তিনদিন অফিসে আসতে পারেন। একই ছাদের তলায় একাধিক টিম নিয়ে কাজ করতে চাইছে অ্যামাজন সংস্থা। এর ফলে কর্মীদের মধ্যে বন্ধন ভাল হবে, কাজও আরও ভাল হবে বলে মত কর্তৃপক্ষের।
অ্যামাজনে কর্মী ছাঁটাই
চলতি বছর ২০২৩ সালে অ্যামাজন সংস্থা মোট ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছে। প্রথম পর্যায়ের ছাঁটাই ঘোষণা করা হয়েছিল জানুয়ারি মাসে। সেই সময়ে ১৮ হাজার কর্মী চাকরি খুইয়েছিলেন। দ্বিতীয় ধাপে কর্মী ছাঁটাই হয়েছিল মার্চ মাসে। এই সময় চাকরি খুইয়েছিলেন ৯০০০ কর্মী। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ভারতে মূলত কর্মী ছাঁটাই হয়েছিল। অ্যামাজনের প্রায় সমস্ত বিভাগ থেকে এবং প্রায় সব ধরনের পদে থাকা লোকেদের উপরেই এই কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছিল।
মাইক্রোসফটে আবারও কর্মী ছাঁটাই
নতুন করে মাইক্রোসফটে কর্মী ছাঁটাইয়ের কথা শোনা গিয়েছে। এবার প্রভাব পড়েছে ১০০০- এর বেশি লোকের উপর। এমনটা শোনা যাচ্ছে। সূত্রের খবর, মাইক্রোসফট কর্তৃপক্ষ তাদের 'ডিজিটাল সেলস অ্যান্ড সাকসেস' গ্রুপ বন্ধ করেছে। এটি আসলে একটি সেলস অ্যান্ড কাস্টোমার সার্ভিস টিম। এছাড়াও শোনা যাচ্ছে, কাস্টোমার সলিউশন ম্যানেজার পদ বাতিল করতে চলেছে মাইক্রোসফট সংস্থা। কিছু কর্মীকে পাঠানো হয়েছে কাস্টোমার সাকসেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই দায়িত্বে। এই কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছে ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট ম্যানেজার এবং মার্কেটিং বিভাগেও।
আরও পড়ুন- পেশীতে কেন টান ধরে? এই সমস্যা এড়ানোর জন্য কী কী করতে পারেন?