পোর্ট অফ স্পেন: ভারতের বিরুদ্ধে দ্বিlতীয় টেস্টের (IND vs WI 2nd Test) চতুর্থ দিনের সকালে এক ঘণ্টাও টিকতে পারল না ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team)। ভারতের দুরন্ত বোলিং, আরও ভাল করে বললে সিরাজের আগুনে বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং। ২৫৫ রানেই অল আউট হয়ে গেল ক্রেগ ব্রাথওয়েটের দল। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নিতে সক্ষম হল ভারতীয় দল (Indian Cricket Team)। পাঁচ উইকেট নিলেন ভারতরে তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
দিনের শুরুটা বল হাতে করেন মুকেশ কুমার। আর বাংলার পেসার প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক আথানাজেকে সাজঘরে ফেরান। গতকালের স্কোর ২২৯ রানেই ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গত ম্যাচে অভিষেক ঘটানো আথানাজে করেন ৩৭ রান। এরপর শুধুই মহম্মদ সিরাজের দাপট। জেসন হোল্ডার (১৫), আলজারি জোসেফ (৪) কিমার রোচ (৪) ও শ্যানন গ্যাব্রিয়েল (০), সকলেই সাজঘরে ফেরত পাঠান সিরাজ। কোনওক্রমে ২৫০ রানের গণ্ডি পার করে ওয়েস্ট ইন্ডিজ। ২৫৫ রানে অল আউট হয় তাঁরা। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড পায় ভারত।
চতুর্থ দিনে ২৬ রানে ৫ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে সিরাজের পাঁচ উইকেট বাদে বাংলার মুকেশ কুমার নিজের অভিষেক টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে দুই উইকেট নেন। দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও নেন দুই উইকেট। অশ্বিন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে দুরন্ত বলে সাজঘরে ফেরান। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কই প্রথম ইনিংসে দলের হয়ে সর্বাধিক ৭৫ রানের এক লড়াকু ইনিংস খেলেন। তিনি বাদে আরেক ওপেনার তেজনারায়ণ চন্দ্রপল ৩৩ ও এই ম্য়াচেই অভিষেক ঘটানো কার্ক ম্যাকেঞ্জি ৩২ রানের ইনিংস খেলেন। জার্মেইন ব্ল্যাকউড করেছেন ২০ রান। ওয়েস্ট ইন্ডিজ কিপার জশুয়া ডি সিলভার খাতায় ১০ রান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: হরমোনের খেয়ালখুশিতেই পুরুষের তুলনায় মহিলাদের মাইগ্রেন-যন্ত্রণা ৩ গুণ বেশি, মোকাবিলায় কী করবেন?